ক্রিকেটাররা কে কোথায় ঈদ উদযাপন করবেন

এবারের ঈদটা তাই প্রিয়জনদের সঙ্গে নিজের এলাকায় করার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
Mehedi Hasan Miraz
নিজের গ্রামে মেহেদী হাসান মিরাজ।

ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষ। ঈদের তিন-চারদিন পর শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা। এবারের ঈদটা তাই প্রিয়জনদের সঙ্গে নিজের এলাকায় করার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

খবর নিয়ে জানা গেছে বেশিরভাগ ক্রিকেটারই নিজেদের এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম গ্রামের বাড়ি বগুড়ায় ঈদ উদযাপন করতে এরমধ্যেই ঢাকা ছেড়েছেন।

খেলা ও পারিবারিক ব্যস্ততায় বেশিরভাগ সময় দেশের বাইরে থাকা সাকিব আল হাসান ঈদে থাকতে পারেন মাগুরায়। ঈদের সময়টা ময়মনসিংহে নিজ এলাকায় কাটাবেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক ঈদ আনন্দে মাতোয়ারা হতে চলে গেছেন তার জন্মস্থান কক্সবাজারে। আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে না থাকা  মেহেদী হাসান মিরাজও ঢাকার বাইরে ঈদ পালন করবেন।

মিরাজের পরিবার খুলনায় থিতু হলেও তার গ্রামের বাড়ি বরিশাল। জানা গেছে বরিশালেই ঈদ পালন করবেন তিনি।

বরিশালে গিয়ে নদীর পাড়ে লুঙ্গি ও মাথায় গামছা পরা একটি ছবি আপলোড করে মিরাজ লিখেছেন , 'আমার দেশ, আমার গ্রাম, আমার শান্তির নীড়।'

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঈদ কাটবে নাটোরে। ঢাকাতেই সব শেকড় থাকায় তাসকিন আহমেদ ঈদ কাটাবেন রাজধানীতে। ঈদের আগেই তার ঘরে এসেছে আরেকটি আনন্দের খবর। সম্প্রতি কন্যা সন্তানের পিতা হয়েছেন তিনি। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও পরিবারের সঙ্গে নিশ্চিতভাবেই সময়টা ভাল যাবে তার।

ঈদের সময়টাতেও দেশের বাইরে থাকছেন দুই ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে থাকা মোস্তাফিজুর রহমানের ঈদ কাটবে মুম্বাইতে। পরিবারের অন্য সদস্যদের না পেলেও স্ত্রীকে কাছে পাচ্ছেন তিনি।

ব্যাটসম্যান লিটন দাস ঈদের ছুটিতে স্ত্রী সঞ্চিতা দেকে নিয়ে বেড়াতে গিয়েছেন মালদ্বীপে। সমুদ্রপাড়ের বিলাসবহুল রিসোর্টে কাটছে তার সময়।

ঈদের ছুটি কাটিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট।

Comments

The Daily Star  | English

Law enforcers stop protesters from breaking thru Bangabhaban barricade

A group of protesters attempted to break through the security barricade in front of Bangabhaban around 8:30pm

24m ago