টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

Bangladesh cricket team
ফাইল ছবি

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ থেকে সুখবর পেল বাংলাদেশ। এক ধাপ এগিয়ে টাইগাররা উঠে এসেছে অষ্টম স্থানে। তবে টেস্ট ও ওয়ানডেতে লাল-সবুজ জার্সিধারীদের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বুধবার। কোনো সংস্করণেই বদল আসেনি শীর্ষস্থানে। টেস্টে অস্ট্রেলিয়া, ওয়ানডেতে নিউজিল্যান্ড ও টি-টোয়েন্টিতে ভারত এক নম্বর স্থান দখলে রেখেছে। 

টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২ বেড়ে হয়েছে ২৩৩। দুই ধাপ পিছিয়ে দশে নেমে যাওয়া আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২২৬। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ২৩০।

র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে ২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর ফলের ৫০ শতাংশ করে বিবেচনা করা হয়েছে। আর ২০২১ সালের মে থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর ফলের শতভাগ আমলে নেওয়া হয়েছে। হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে ২০১৮-১৯ মৌসুমে অনুষ্ঠিত ম্যাচগুলোর ফল।

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রাখা ভারতের রেটিং পয়েন্ট ২৭০। পরের চারটি স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড (২৬৫), পাকিস্তান (২৬১), দক্ষিণ আফ্রিকা (২৫৩) ও অস্ট্রেলিয়া (২৫১)। দুই ধাপ নিচে নেমে যাওয়া নিউজিল্যান্ড রয়েছে ষষ্ঠ স্থানে (২৫০)।

টেস্টে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট ৫১। ওয়ানডেতে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের অবস্থান সাতে। তাদের রেটিং পয়েন্ট ২ বেড়ে হয়েছে ৯৫।

Comments

The Daily Star  | English
Clash between Chittagong University students and locals

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

42m ago