বাংলায় গান গাওয়া জাপানি ব্যান্ড দল

জাপানের ভোকালিস্ট মায়ে ওয়াতানাবে ও কীবোর্ড বাদক, ভোকালিস্ট সুনস্ক মিজতানির একটি ব্যান্ড রয়েছে। গল্পটা এখানে নয়, গল্পটা হচ্ছে, জাপানি এই ব্যান্ড দল গান গায় বাংলায়! তাদের ব্যান্ড 'বাজনা বিট' এর জন্মও বাংলাদেশে।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে বাজনা বিট ও এর ২ জাপানি সদস্যের গল্প।

Comments