শিমুলিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ স্বাভাবিক

ঈদের তৃতীয় দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া, মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌপথে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীর ভিড় স্বাভাবিক আছে। এই নৌপথে ১৫৫ টি স্পিডবোট, ৮৫টি লঞ্চ ও ১০ টি ফেরি চলাচল করছে।
শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে ৩ শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমে আসে।
এ ছাড়া আজ দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাবাজার ঘাটে ৮০-৯০টি গাড়ি পারের অপেক্ষায় ছিল।
শিমুলিয়া নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন জানান, এদিন সকাল থেকে শিমুলিয়ার লঞ্চ ও স্পিডবোট ঘাটে যাত্রীদের স্বাভাবিক ভিড় দেখা যায়। এই ঘাট থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের উপস্থিতি ছিল খানিকটা বেশি।
শাহাদাত হোসেন বলেন, 'বাংলাবাজার ঘাট থেকেও যাত্রীরা আসছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক সময়ের মতো। বেলা ১২ টা পর্যন্ত ৮৫টি লঞ্চ শিমুলিয়া ঘাট থেকে ট্রিপ নিয়েছে।'
Comments