অঘোষিত সফরে তেহরানে আসাদ

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (ডান থেকে দ্বিতীয়) বৈঠক, পাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: আল-জাজিরা/আলি খামেনির ওয়েবসাইট

অঘোষিত সফরে তেহরানে এসেছিলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সেখানে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সঙ্গে যুক্ত নূরনিউজ'র বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে তেহরানে এসে আসাদ ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করে সেদিনই দামেস্কে ফিরে গেছেন।

এতে আরও বলা হয়, আলি খামেনির ওয়েবসাইটে তার সঙ্গে আসাদের বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। ওয়েবসাইটে বলা হয়, খামেনি সিরিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, 'আন্তর্জাতিক যুদ্ধে' আসাদের বিজয় সিরিয়ার বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। ইরান দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী।

তিনি আরও বলেন, 'আজকের সিরিয়া যুদ্ধ-পূর্ববর্তী সিরিয়া নয়। এখন সিরিয়ার বিশ্বাসযোগ্যতা অনেক। এখন সবাই সিরিয়াকে একটি শক্তি হিসেবে দেখেন।'

ওয়েবসাইটের তথ্য মতে, খামেনি ও রাইসির সঙ্গে বৈঠকে আসাদ আঞ্চলিক ইস্যুতে ইরানের ভূমিকার প্রশংসা করেছেন।

২০১১ সালে সিরিয়ায় আসাদবিরোধী যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বার তিনি ঘনিষ্ঠ মিত্র ইরান সফর করলেন। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আসাদ উপসাগরীয় দেশটিতে এসেছিলেন। সেসময়ও তিনি আলি খামেনির সঙ্গে দেখা করেছিলেন।

জাতিসংঘের হিসাবে, সিরিয়ায় গত ১১ বছর ধরে চলা যুদ্ধে অন্তত ৪ লাখ মানুষ নিহত হয়েছেন। আরও বেশ কয়েক লাখ মানুষ শরণার্থী হয়ে অন্য দেশে বাস করছেন। যুদ্ধে এক সময়ের সমৃদ্ধ সিরিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Comments