স্কুলে অঙ্কে ভালো ছিলাম না, অঙ্ক করব না: ধোনি

আইপিএলের শেষ চারে থাকার হিসেবটা বেশ জটিল হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। যদিও কাগজে কলমে এখনও সম্ভাবনা রয়েছে তাদের। তবে পরিসংখ্যানের এ জটিল অঙ্ক করতে কোনো আগ্রহই নেই চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। স্কুল জীবনে অঙ্কে ভালো ছিলেন না বলেই এখন নতুন করে কোনো অঙ্ক করতে চান না অধিনায়ক।
রোববার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৯১ রানের বিশাল জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রান করে তারা। জবাবে ১৪ বল বাকি থাকতেই মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় দিল্লি।
শুরুর দিকে একের পর এক হারতে থাকা চেন্নাই ছন্দটা কিছুটা দেরিতেই পেয়েছে। ১১ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে ধোনির দল রয়েছে আট নম্বরে। এখনও তিনটি ম্যাচ খেলতে হবে তাদের। মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেলে ১৪ পয়েন্ট হবে তাদের। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচগুলোতে সব হারলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থানের পয়েন্টও থাকবে একই। সেক্ষেত্রে ক্ষীণ সুযোগ থাকছে চেন্নাইর।
তবে এসব জটিল অঙ্ক পছন্দ নয় ধোনির, 'আমি গণিতের বড় ভক্ত নই। স্কুলেও আমি অঙ্কে ভাল ছিলাম না। আমি ম্যাচগুলো উপভোগ করতে চাই। আপনি চাপ ও চিন্তার মধ্যে থাকতে চাইবেন না। আপনাকে যা করতে হবে তা হল পরের ম্যাচে কী করা যায় তা নিয়ে ভাবতে হবে। আমরা যদি প্লে অফে উঠি, তাহলে দারুণ। কিন্তু আমরা না থাকলেও এই পৃথিবী শেষ হয়ে যাবে না।'
এমন বড় জয় আরও আগে পেলে সুবিধা হতো বলে জানান অধিনায়ক, 'বড় ব্যবধানে জেতা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে, তবে এই জয়টা আগে পেলে ভাল হতো। যদিও এটি একটি নিখুঁত ম্যাচ ছিল। ব্যাটসম্যানরা ভাল করেছে। আমি প্রথমে টস জিতে ফিল্ডিং করতে চেয়েছিলাম। ওপেনাররা একটি ভাল মঞ্চ তৈরি করেছে যা আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। আমাদের নিশ্চিত করতে হয়েছিল যে তাদের বিগ হিটাররা যেন ছন্দে না আসে।'
Comments