দৌলতদিয়া ফেরি ঘাটে কমেছে যানবাহনের চাপ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে কমতে শুরু করেছে ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের চাপ। ছবি: স্টার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে কমতে শুরু করেছে ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের চাপ। গত দিন তিন পর আজ ঘাটে পারাপারে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।

আজ সোমবার বেলা ১টা পযর্ন্ত দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পযর্ন্ত ২ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি দেখা যায়। ৫০টি বাসসহ প্রায় ২০০ গাড়ি এসময় পারের অপেক্ষায় ছিল। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, গত তিন দিনে দৌলতদিয়ে ঘাট দিয়ে ২৬ হাজার ৭৩৭ টি যানবাহন পার হয়েছে। এর মধ্যে বাস ২ হাজার ৩৬৩টি, ট্রাক ১ হাজার ৯১৯ টি, ব্যক্তিগত গাড়ি ১৫ হাজার ৬৪৯টি এবং মোটরসাইকেল ৬ হাজার ৮০৬ টি। একই সময়ে তিন লাখের বেশি মানুষ ফেরি দিয়ে নদী পার হয়েছেন। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বর্তমানে ২১ টি ফেরি চলাচল করছে। 

ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার মো.শাহজাহান জানান, গত তিন দিন ধরে আমরা যে পরিমান ভোগান্তিতে ছিলাম আজ তা আর নেই। আজ সকাল সাড়ে ৬টায় ঘাটে এসে এক ঘণ্টার মধ্যে নদী পার হয়েছি।

নুরুল আলম নামের এক বাস যাত্রী জানান, গত তিন দিন ধরে যে ধরনের পরিস্থিতি ছিল আজ তা নেই। তাই সহজে আমরা ঘাট পার হতে পেরেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সিহাব উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, আজ ঘাটে যানবাহনের চাপ কমেছে। গত কয়েকদিন ধরে আমরা রাত দিন ধরে কাজ করেছি যাতে মানুষের ভোগান্তি কম হয়।

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

34m ago