কাটিতে কাটিতে ধান এল বরষা

সুনামগঞ্জের দেখার হাওরে পানিতে প্রায় তলিয়ে যাওয়া ধান কাটছেন কৃষক। ছবি: শেখ নাসির/স্টার

'শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে

অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে;

মাঠের ঘাসের গন্ধ বুকে তার—চোখে তার শিশিরের ঘ্রাণ,

তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান,

দেহের স্বাদের কথা কয়;

বিকালের আলো এসে (হয়তো বা) নষ্ট ক'রে দেবে তার সাধের সময়

চারিদিকে এখন সকাল—

রোদের নরম রং শিশুর গালের মতো লাল;

মাঠের ঘাসের 'পরে শৈশবের ঘ্রাণ—

পাড়াগাঁর পথে ক্ষান্ত উৎসবের এসেছে আহ্বান।'

'অবসরের গান' কবিতায় সোনালী ফসল ধানের প্রসঙ্গ এমন অপরূপ ব্যঞ্জনায় তুলে এনেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। আসলে চাষির চোখের স্বপ্ন একেকটি ধানের গোছা পাকা ধানের ভারে যেন নুয়ে পড়ে। তখন প্রকৃতির শোভা অপরূপ সুন্দর দেখায়।

ছবি: শেখ নাসির/স্টার

হাওর অঞ্চলসহ সিলেটের সর্বত্র এখন চলছে ধান কাটা। তবে শ্রমিক সংকটের কারণে এখনো শত শত হেক্টর জমির পাকা ধান মাঠে রয়ে গেছে।

ছবি: শেখ নাসির/স্টার

সুনামগঞ্জ জেলার দেখার হাওরের কৃষকরা এখনো ডুবন্ত ধান কেটে ঘরে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যান্য বছর এসময় বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিকরা এলেও এবার পর্যাপ্ত সংখ্যক শ্রমিক না আসায় ধান কাটায় গতি আসছে না।

ছবি: শেখ নাসির/স্টার

অপরদিকে, দেশে মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে বাড়ির পাশে প্রায় শুকিয়ে যাওয়া খালে নতুন পানি এসেছে। এ সুযোগে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছে এক দল শিশু।

ছবি: শেখ নাসির/স্টার

ছবিগুলো আজ সোমবার সুনামগঞ্জের দেখার হাওর ও জৈন্তা উপজেলার হেমু এলাকা থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী শেখ নাসির।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

24m ago