পাতাল রেল ঢাকা শহরের জন্য কতটা উপযোগী?

ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার পাতাল রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ২০৫০ সালের মধ্যে ঢাকায় ১১টি রুটে পাতাল রেল নির্মাণ করা হবে।

তবে এই প্রকল্পকে 'উচ্চ ব্যয়নির্ভর' এবং 'উচ্চাভিলাষী' আখ্যা দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, এই প্রকল্প রাজধানীর যানজট পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন আনবে না।

পাতাল রেল নির্মাণের পরিকল্পনা কতটুকু অগ্রসর হয়েছে? পাতাল রেলের ব্যাপারে বিশেষজ্ঞদের বিরোধিতার কারণ কী?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে পাতাল রেলের পরিকল্পনা নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago