মন চায় এই সময়ে কেউ একজন পাশে থাকুক

স্টার অনলাইন গ্রাফিক্স

''একা একা খুব কষ্ট হচ্ছে। চলতে ফিরতে পারছি না। অনেক দিন কোথাও যাই না। ঈদেও কোথাও যাওয়া হয়নি। মন চায় এই সময়ে কেউ একজন পাশে থাকুক, এইভাবে আর পারছি না।'' 

কথাগুলো সকালে দ্য ডেইলি স্টারকে বলছিলেন হেলাল হাফিজ। বাংলা কবিতার জনপ্রিয় একটি নাম। কেবলমাত্র দুটি বই দিয়ে যিনি জয় করেছেন কোটি পাঠকের মন। একাকীত্বকে সঙ্গী করে কাটিয়ে দিচ্ছেন অব্যক্ত বেদনার জীবন। নানাবিধ অসুখে জর্জরিত জনপ্রিয় কবি এখন প্রায় শয্যাশায়ী। থাকছেন রাজধানী শাহবাগের একটি হোটেলে।

এই অবস্থায় হাসপাতালে যাচ্ছেন না কেন? জবাবে কবি বলেন,  হাসপাতালে গত ১ বছরে ২-৩বার গিয়েছি, কিছুটা ভালোও হয়েছি। কিন্তু একজন মানুষ সার্বক্ষণিক না হলে আর চলছে না। নার্সের সেবা আর পাশে থেকে কেউ একজনের সেবা দুটো এক জিনিস না। এটা যতটা না শারীরিক, তার চেয়ে বেশি মানসিক।

এখন কী অসুখে বেশি ভুগছেন জানতে চাইলে বলেন, কয়টার কথা বলব? অনেক অসুখ আমার। নিঃসঙ্গতা বড় অসুখ আমার। আজকাল প্রায় মাথা ঘোরা,খাবার অরুচি,নিউরোলজিক্যাল ত সমস্যা আছেই। সঙ্গে আছে ডায়াবেটিস, ঠাণ্ডা কাশি। চোখের গ্লুকোমা সমস্যা, লাং ও কিডনিজনিত সমস্যা। 

উল্লেখ্য সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। শৈশবেই কবি মাকে হারান। বাবা ছিলেন কবি ও খ্যাতিমান শিক্ষক।

মাত্র ২টি কবিতার বই যে জলে আগুন জ্বলে ও বেদনাকে বলেছি কেঁদো না। প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। ৩৩টির বেশি মুদ্রণ হয়েছে। বেদনাকে বলেছি কেঁদো না প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

44m ago