বেনজেমার সামনে কেবল রোনালদো

করিম বেনজেমা। ছবি: টুইটার

ম্যাচের তখন ১৯তম মিনিট। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র করলেন ক্রস। চমৎকার হেডে লেভান্তের জাল খুঁজে নিলেন করিম বেনজেমা। তাতেই নতুন কীর্তি গড়া হয়ে গেল তার। রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাউল গঞ্জালেজের পাশে বসলেন তিনি। আগুনে ফর্মে থাকা ফরাসি স্ট্রাইকারের সামনে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গোল উৎসব করে রিয়াল। ইতোমধ্যে আসরের শিরোপা ঘরে তোলা দলটি ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার তলানির ক্লাব লেভান্তেকে। বেনজেমার অর্জনের পর হ্যাটট্রিকের স্বাদ নেন ভিনিসিয়ুস। এছাড়া, স্বাগতিকদের পক্ষে নিশানা ভেদ করেন ফরাসি ডিফেন্ডার ফারলান্দ মেন্দি ও আরেক নবীন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

রিয়ালের হয়ে বেনজেমা ও সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড রাউল- দুই জনেরই গোলের সংখ্যা ৩২৩। যৌথভাবে দুইয়ে আছেন তারা। রাউলের যেখানে লেগেছিল ৭৪১ ম্যাচ, সেখানে বেনজেমার দরকার পড়েছে ৬০৩। তাদের চেয়ে বেশি গোল আছে কেবল বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা রোনালদোর। ২০১৮ সালে ক্লাব ছাড়ার আগে মাত্র ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন পর্তুগিজ মহাতারকা।

ছবি: টুইটার

লা লিগার চলতি আসরে ৩১ ম্যাচে ২৭ গোল রয়েছে বেনজেমার নামের পাশে। ২০২১-২২ মৌসুমের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরে আছেন তিনি। রিয়ালকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার পথে তিনি করেছেন ১১ ম্যাচে ১৫ গোল। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও এগিয়ে বেনজেমা। সবমিলিয়ে এবারের মৌসুমে ৪৪ ম্যাচে ৪৪ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৫ গোল।

২০০৯ সালে স্বদেশি ক্লাব মোনাকো ছেড়ে স্পেনের সফলতম ক্লাব রিয়ালে পাড়ি জমান বেনজেমা। বার্নাব্যুতে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত তাকে যেতে হয় নানা উত্থান-পতনের মধ্য দিয়ে। তবে রোনালদো চলে যাওয়ার পর নিজেকে লস ব্লাঙ্কোসদের মধ্যমণি হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন তিনি। আর চলমান মৌসুমে তো অসাধারণ ছন্দ দেখিয়ে চলেছেন তিনি! গোলের হিসেবে রিয়ালে এটাই তার সেরা মৌসুম।

উল্লেখ্য, মূল একাদশের নিয়মিত তারকারা ফেরায় স্বরূপে দেখা যায় আগের ম্যাচে শহর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে যাওয়া রিয়ালকে। গোল না পেলেও অ্যাসিস্টের হ্যাটট্রিক করে দারুণ অবদান রাখেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ। লেভান্তের বিপক্ষে জয়ে রিয়ালের পয়েন্ট বেড়ে হলো ৩৬ ম্যাচে ৮৪। 

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

27m ago