ফুটবল

এফএ কাপ জয়ের স্বপ্নে বিভোর মানে

৩০ বছরের অপেক্ষা ফুঁড়িয়ে বছর দুই আগে ইংলিশ লিগের শিরোপা জিতেছে লিভারপুল। এবারও দারুণ লড়াইয়ে আছে তারা। তবে এফএ কাপ জয়ের খরাটাও কম নয়। সবশেষ সেই ২০০৫-০৬ মৌসুমে এফএ কাপ জিতেছিল লিভারপুল। এরপর কেটে ১৬ বছরেরও বেশি সময়। এবার এ আসরের ফাইনালে দলটি। আর এ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে আছেন দলের অন্যতম সেরা তারকা সাদিও মানে।

৩০ বছরের অপেক্ষা ফুঁড়িয়ে বছর দুই আগে ইংলিশ লিগের শিরোপা জিতেছে লিভারপুল। এবারও দারুণ লড়াইয়ে আছে তারা। তবে এফএ কাপ জয়ের খরাটাও কম নয়। সবশেষ সেই ২০০৫-০৬ মৌসুমে এফএ কাপ জিতেছিল লিভারপুল। এরপর কেটে ১৬ বছরেরও বেশি সময়। এবার এ আসরের ফাইনালে দলটি। আর এ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে আছেন দলের অন্যতম সেরা তারকা সাদিও মানে।

শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে চেলসির মুখোমুখি হবে লিভারপুল। কিছু দিন আগে কারাবাও কাপের ফাইনালে খেলেছে এ দুটি দল। সেবার অবশ্য জয় পেয়েছে অলরেডরাই।

লিভারপুলকে এবার এফএ কাপের ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছেন মানে। সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে করেছেন জোড়া গোল। তার নৈপুণ্যেই ৩-২ গোলের দারুণ এক জয়ে ফাইনালে লিভারপুল। আর ফাইনালে উঠে এবার তাদের চোখ শিরোপায়। যে স্বপ্নটা সেনেগালে থাকা অবস্থা থেকেই দেখে আসছেন মানে।

লিভারপুলের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মানে বলেছেন, 'এফএ কাপ, আমি মনে করি সবাই এটার ব্যাপারে জানে - আমি নিশ্চিত। এটা আমার স্বপ্ন ছিল, নিশ্চিতভাবে, একদিন এটা জয় করাই আমার লক্ষ্য। আমি এটা (স্বপ্ন) সব সময় দেখতাম যে লিভারপুল (এটা) জিতেছে। এখন আমি খেলার সুযোগ পেয়েছি।'

চেলসির জন্য ম্যাচটি প্রতিশোধের। কারাবাও কাপে হারের শোধ নিতে চাইবে দলটি। তবে লিভারপুলের জন্য স্বাভাবিক ফুটবল ম্যাচ বলেই মনে করেন এ সেনেগাল তারকা, 'আমাদের এবং চেলসির মধ্যে একটি বড় প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে কারণ আমরা কারাবাও কাপেও (ফাইনাল) খেলেছি। এবং সেবার আমরা এটি জিতেছি। তাই এটা তাদের জন্য এক ধরণের প্রতিশোধের মিশন। তবে আমাদের জন্য ফুটবল হিসেবেই থাকবে।'

তবে মাঠে চেলসিকে কোনো ছাড় দিতে রাজী নন মানে। নিজেদের সে সামর্থ্যও রয়েছে বলে জানান তিনি। নিজেদের শক্তি দেখিয়ে দেওয়ার জন্য সতীর্থদের আহ্বান জানান সাবেক সাউদাম্পটন তারকা, 'আমরা জানি আমাদের একটি ভালো দল আছে এবং আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম। চল আমাদের শক্তিগুলোকে আমরা সব সময় ব্যবহার করি এবং ম্যাচটি জেতার চেষ্টা করি।'

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

1h ago