পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে: ইডি

কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে আজ রোববার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টের (ইডি) একটি সূত্র।
ছবি: সংগৃহীত

কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারকে আজ রোববার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টের (ইডি) একটি সূত্র।

আদালতে তার ৩ দিনের রিমান্ড চাওয়া হবে উল্লেখ করে সূত্র আরও জানায়, শেষ পর্যন্ত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র আরও জানায়, পি কে হালদারকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ২টি কারণ আছে। এর একটি, বাংলাদেশ সরকারের আর্থিক ইনটেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধ এবং দ্বিতীয়টি, তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো সেখানকার ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্কিত।

সূত্র মতে, ভারতে অনুপ্রবেশ এবং অবৈধভাবে ভোটার আইডি কার্ড, পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড ও আধার কার্ড সংগ্রহ করে ভারতীয় নাগরিক হওয়ার কারণে পি কে হালদারের শাস্তি হতে পারে।

গত জানুয়ারিতে ইন্টারপোল বাংলাদেশ সরকারের অভিযোগের ভিত্তিতে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে 'সর্বোচ্চ সতর্কতা' জারি করে।

পি কে হালদারের সঙ্গে তার আরও ৫ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে। তাদের একজন তার ভাই বলে ইডির কাছে পরিচয় দিয়েছেন।

পি কে হালদারের সহযোগীদের শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হলেও শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

অর্থ পাচারের অভিযোগে এই সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তারে ইডি কলকাতা, অশোকনগর ও উত্তর চব্বিশ পরগণার অন্তত ১০টি স্থানে অভিযান চালিয়েছিল।

Comments

The Daily Star  | English

Jashore records year's highest temperature at 43.8°C

The year's highest temperature of 43.8 degrees Celsius was recorded in the southwestern district of Jashore this afternoon

2h ago