‘আমি বাংলায় বলছিলাম, তারা সিংহলিজ বলছিল’, ম্যাথিউসের কৌতুক

Angelo Mathews & Tamim Iqbal
নিজেদের মধ্যে আলাপে ম্যাথিউস ও তামিম। ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসানদের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সম্পর্কের বয়স ১৬ বছর। সেই যুব পর্যায় থেকে আন্তর্জাতিক ক্রিকেট। প্রতিপক্ষ দলে খেললেও খেলার বাইরে অনেক কথা হওয়াই স্বাভাবিক। চট্টগ্রাম টেস্ট চলাকালীন বিভিন্ন বিরতিতে তাদের দেখা গেছে ঘনিষ্ঠ আলাপে। এই নিয়ে দিনের খেলা শেষে বেশ কৌতুকই করলেন লঙ্কান ব্যাটার।

২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন ম্যাথিউস। বাংলাদেশকে সেই আসরে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। বাংলাদেশের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালও। যারা প্রত্যকেই পরবর্তীতে হয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় নাম।

৩৯৭ বলে ১৯৯ রান করার পথে ৯ ঘণ্টা ৩৮ মিনিট মাঠে ছিলেন ম্যাথিউস। লম্বা সময়ের বিরতিতে নির্ধারিত ও অনির্ধারিত বিরতিতে সাকিব-তামিমদের সঙ্গে খোশগল্পেও দেখা যায় তাকে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মজারচ্ছলে জানতে চান, কোন ভাষায় এত কথা? বাংলা নাকি সিংহলিজ।

উত্তরে নিজেদের সম্পর্কের গভীরতা জানান দিয়ে ম্যাথিউসও মাতেন কৌতুকে,   'অনূর্ধ্ব-১৯ দলের সময় থেকে তাদের চিনি। আমরা অনেকটা পথ এসেছে (চেনাজানার মধ্য দিয়ে)।

'আমি তাদের সঙ্গে বাংলায় কথা বলছিলাম আর তারা সিংহলিজ বলছিল (হাসি)।'

খেলার বাইরে একে-অপরের ভালো বন্ধু হলেও চট্টগ্রাম টেস্টে সাকিব-ম্যাথিউসদের তুমুল লড়াই-ই করতে দেখা যাবে।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

5h ago