চঞ্চল, সিয়াম, আফসানা মিমির ‘পাপ পুণ্য’

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো কানাডা ও আমেরিকার ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এখন পর্যন্ত দেশের ৮টি সিনেমা হলে সিনেমাটির মুক্তি নিশ্চিত হয়েছে। আগামী ২০ মে’র মধ্যে সিনেমা হলের সংখ্যা আরও বাড়তে পারে। ‘পাপ পুণ্য’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'পাপ পুণ্য' সিনেমার মাধ্যমে বাংলাদেশের কোনো সিনেমা প্রথমবারের মতো কানাডা ও আমেরিকার ১১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এখন পর্যন্ত দেশের ৮টি সিনেমা হলে সিনেমাটির মুক্তি নিশ্চিত হয়েছে। আগামী ২০ মে'র মধ্যে সিনেমা হলের সংখ্যা আরও বাড়তে পারে। 'পাপ পুণ্য' সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

সিনেমাটির মুক্তি উপলক্ষে আজ সোমবার দুপুরে চ্যানেল আইতে আয়োজিত এক অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। সেখানে 'পাপ পুণ্য' সিনেমার মামুনুর রশীদ, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, শাহনাজ সুমি ও সিয়াম আহমেদ উপস্থিত ছিলেন।

চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার সিনেমার ক্যারিয়ারে দর্শককে কোনোদিন হতাশ করিনি। সারা পৃথিবীর বাঙালি এই সিনেমাটি দেখবেন। সময় এবং অর্থ বৃথা যাবে না বলে বিশ্বাস করি। 'পাপ পুণ্য' গিয়াসউদ্দিন সেলিমের সিনেমা, এতে গুণী অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। আমরা সবাই মিলে পর্দা ভাগাভাগি করেছি। সেই যুগলবন্দী দেখার জন্য হলেও দর্শকের হলে আসা উচিত।'

তিনি আরও বলেন, 'সব সময় ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। যে চরিত্রে দর্শক আমাকে আগে দেখেনি। 'পাপ পুণ্য' সিনেমার চরিত্রটি ঠিক তেমন একটি চরিত্র। এতোদিনের অভিনয় জীবনের এটুকু বিশ্বাস তো অর্জন করেছি নিশ্চয়ই। আমাদের ওপর ভরসা রাখতে পারেন।'

সিয়াম আহমেদ বলেন, 'সেলিম স্যারের 'মনপুরা' বাবার সঙ্গে সিনেমা হলে গিয়ে দেখেছি। আমি এখন তার সিনেমায় অভিনয় করেছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। অনেক কিছু শিখেছি এই সিনেমায় অভিনয় করতে গিয়ে। মামুনুর রশীদ স্যার, চঞ্চল কাকার কাছে অভিনয়ের পাঠ নিয়েছি, যা আমাকে সমৃদ্ধ করেছে। দীর্ঘদিন পর আফসানা মিমি অভিনয়ে ফিরেছেন এই সিনেমার মাধ্যমে। যার অভিনয়ের ভক্ত আমি নিজেও। আমার বিশ্বাস সিনেমা দেখে একটা তৃপ্তি নিয়ে দর্শক সিনেমা হল থেকে বের হবে।'

আফসানা মিমি বলেন, 'এতোগুলো প্রতিভাবান অভিনয়শিল্পীর সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছি, এটা অনেক বড় প্রাপ্তি। আমার বন্ধু গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা মানেই দারুণ কিছু। চঞ্চল, সিয়াম অসাধারণ অভিনেতা। সিনেমা দেখুন আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা জানান। আমরা আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম।'

স্বপ্ন স্কেয়ারক্রো'র বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, 'আমাদের অফিসিয়াল পেজগুলোতে থাকছে উত্তর আমেরিকায় 'পাপ পুণ্য' সিনেমার ১১২ হলের তালিকা। ১৮ মে থেকে থিয়েটারগুলোর ওয়েবসাইট পাওয়া যাবে শো-টাইম ও অগ্রিম টিকেট।'

Comments

The Daily Star  | English

Sea-level rise in Bangladesh: Faster than global average

Bangladesh is experiencing a faster sea-level rise than the global average of 3.42mm a year, which will impact food production and livelihoods even more than previously thought, government studies have found.

9h ago