যুক্তরাজ্যের কেমডেনের ডেপুটি মেয়র সিলেটের নাজমা

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। গত সোমবার তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
নাজমা রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। গত সোমবার তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

একজন মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত করা হয় ডেপুটি মেয়র। আগামী এক বছরের জন্য কেমডেন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন নাজমা।

গত ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। 

এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সিলেটের নাজমা রহমান।

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি। 

নাজমা রহমান সিলেট সিটি করপোরেনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। 

 

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

25m ago