২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ০.৬০ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২২ জন।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২২ জন।

নতুন শনাক্তসহ দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৩৫৪ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

সর্বশেষ গত ২০ এপ্রিল করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank

BB abandons SMART to make bank interest rate fully market-based

The Bangladesh Bank today scrapped the SMART formula in order to make interest rates in the banking system fully market-based

1h ago