প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ১৩ সদস্য গ্রেপ্তার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় তাদের কাছ থেকে ২০টি মোবাইল ফোন, দুটি মাস্টার কার্ড সদৃশ যন্ত্র (সিমসহ), দুটি ইয়ার ফোন, আড়ি পাতা যন্ত্রের ডিভাইসের ব্যাটারি, ১টি মডেম, ১০ হাজার টাকা, হাতে লেখা প্রশ্নের উত্তর, পরীক্ষার্থীর প্রবেশ পত্রের ফটোকপি, গাইড বই, ভিসা ডেবিট কার্ড, দুটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, রাজবাড়ীতে মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি কেন্দ্রে সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এগুলো হলো রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অংকুর স্কুল অ্যান্ড কলেজ, ইয়াছিন উচ্চ বিদ্যালয় ও ডা. আবুল হোসেন
উচ্চ বিদ্যালয়। মোট ৬ হাজার ২০১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪ হাজার ৩৫৫ জন।

প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শহরের দক্ষিণ ভবানীপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে সরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক, পরীক্ষার্থী রয়েছে।

রাজবাড়ীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন কোরেমী গণমাধ্যমকে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে প্রতারক চক্র তেমন কিছু করতে পারেনি। কোনো কিছু করার আগেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে পরীক্ষা বাতিল করা হবে না।

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

54m ago