টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

নীলফামারীর সৈয়দপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে খরখরিয়া নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত মো. মোস্তাকিম ইসলাম (১৬) সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খর্দ্দ বোতলাগাড়ীর বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকজন কিশোর মিলে টিকটক ভিডিও বানানোর সিদ্ধান্ত নেয়। ভিডিওর একপর্যায়ে একটি দুঃসাহসিক চিত্র ধারণের প্রয়োজনে মোস্তাকিম খরখরিয়া নদীর সেতুর ওপর থেকে খালি গায়ে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে অদৃশ্য হয়ে যায়। তারা প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে করেছিল। কিন্তু, দীর্ঘ সময় সে ভেসে না ওঠায় নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেয়।

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের স্টেশন অফিসার খুরশীদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আধা ঘণ্টার বেশি সময় অনুসন্ধানের পর ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূর থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আমরা মনে করছি, নদীতে পানি কম থাকায় তার মাথায় পানির তলদেশে থাকা কোনো ভারী বস্তুর আঘাত লাগে। এতে ওই কিশোরের মৃত্যু হয়।'

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, 'টিকটিক ভিডিও বানাতে গিয়ে নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago