মিশরে ৯ম আন্তর্জাতিক ঢোল উৎসবে বাংলাদেশ

মিশরে আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসবে বাংলাদেশ সাংস্কৃতিক দল। ছবি: স্টার

'শান্তির জন্য বাজছে ঢোল' শ্লোগানে মিশরের শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসব। দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় আয়োজিত এ উৎসবের ৯ম আসরে বাংলাদেশসহ ৪৩টি দেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল অংশ নিয়েছে।

গতকাল শনিবার রাজধানী কায়রোর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী দুর্গের বেরে ইউসুফ থিয়েটারে (Beir Youssef Theatre at Saladin's Citadel) উৎসবের উদ্বোধন করেন দেশটির সংস্কৃতিমন্ত্রী এনাস আবদেল দাইম।

বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক দল এতে অংশগ্রহণ করছে।

রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল দেশের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি উৎসবের কর্মশালাগুলোতেও অংশ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশ-মিশরের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং কায়রো-ঢাকা বিনিময় ও সহযোগিতা গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি দুই দেশের সংস্কৃতির অঙ্গনের দ্বার আরও উন্মুক্ত করবে।'

মিশরের সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি ও শিল্প বিশেষজ্ঞ এবং খ্যাতিমান শিল্পী  ইন্তেসার আবদেল ফাত্তাহ ২০১২ সালে আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প  উৎসবের সূচনা করেছিলেন। তিনি মিশরীয় আর্টস ট্রুপের মতো বিভিন্ন শিল্প গোষ্ঠী প্রতিষ্ঠাতা।

আফছার হোসাইন: কায়রোপ্রবাসী বাংলাদেশি লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago