ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের দ্যুতিময় সেঞ্চুরি

সেঞ্চুরির পথে ডানহাতি এই ব্যাটসম্যান মেরেছেন ১৩ চার।
Liton Das
সেঞ্চুরির পর লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ

লিটন দাস যখন ক্রিজে আসেন দল তখন অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় কাঁপছে। ম্যাচের আয়ু তখনো ৭ ওভারও হয়নি। ২৪ রানে ৫ উইকেট খুইয়ে বিব্রতকর পরিস্থিতিতে স্বাগতিকরা। দলের ভীষণ চাপে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ এক জুটি গড়লেন লিটন। বরাবরের মতই নান্দনিক ব্যাটিংয়ে আলো কেড়ে নেন তিনি। মুশফিককে পেছনে ফেলে তুলে নিলেন টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি।

১৪৯তম বল তিন অঙ্ক স্পর্শ করেন লিটন। আসিতা ফার্নান্দোর বল পুল করেছিলেন। শর্ট স্কয়ার লেগের ফিল্ডার বল ধরে ওভারথ্রো করলে তাতে হয়ে যায় বাউন্ডারি। ৯৬ থেকে এক লাগে ১০১ রানে পোঁছে যান লিটন। সেঞ্চুরির পথে ডানহাতি এই ব্যাটসম্যান মেরেছেন ১৩ চার।

লিটনের সেঞ্চুরির সময় দলের রান ৫ উইকেটে ২০৮। ৬ষ্ঠ উইকেটে জুটিতে এসে গেছে ১৮৪ রান। সেঞ্চুরির পথে আছেন মুশফিকও।

লিটনের পুরো ইনিংসে খুত কেবল একটাই। লাঞ্চের পর ৪৭ রানে পুল করতে গিয়ে ক্যাচ উঠিয়েছিলেন। জীবন পাওয়ার আগে ও পরে প্রতিপক্ষকে কোন সুযোগ দেননি তিনি। নিখুঁত ড্রাইভ, চাবুকের মতো পুল, কব্জির মোচড়ে ফ্লিক শটের বাহার ছিল তার ইনিংসে।

লঙ্কান অধিনায়ক অন সাইডে আগ্রাসী ফিল্ডিং সাজালে লিটন রান বের করেছেন অন সাইডে। উলটো কিছু করেও লাভ হয়নি। ডানা মেলে ছুটতে থাকা বাংলাদেশের কিপার ব্যাটসম্যানকে আর থামানো যায়নি। অনেকটা অসহায় হয়ে যান শ্রীলঙ্কান বোলার-ফিল্ডাররা।

তাদের পরিকল্পনাগুলো নসাৎ করে একের পর এক স্পেল হতাশায় পুড়াতে থাকেন লিটন। টেস্টে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশের তারকা। চট্টগ্রামে গত টেস্টেও করেছিলেন ৮৮ রান। সেঞ্চুরির কাছে গিয়ে হাতছাড়া হলেও এবার আর কোন ভুল হলো না। চলতি বছর টেস্টে রান সংগ্রাহকের দৌড়ে অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজার পরেই আছেন লিটন।

Comments

The Daily Star  | English
food crisis

Thailand trip a step forward in efforts to protect economic interests: PM

Prime Minister Sheikh Hasina declared her recent six-day trip to Thailand as a landmark success, aimed at safeguarding Bangladesh's economic interests and elevating its regional presence

35m ago