রেকর্ড বই থেকে আশরাফুলকে সরিয়ে দিলেন লিটন

সেই ২০০৭ সালের কথা। ৭৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরেছিলেন তৎকালীন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অসাধারণ এক সেঞ্চুরিতে সেদিন বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। প্রায় ১৫ বছর ধরে টিকে ছিল সেই রেকর্ড। সোমবার সেই রেকর্ডটা সেই মুশফিককে নিয়ে ভেঙে দিলেন লিটন কুমার দাস।

তবে আশরাফুল-মুশফিকের সেই কীর্তির চেয়ে মুশফিক-লিটনের কীর্তি অনেক বড়। কারণ এদিন মাত্র ২৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। বাংলাদেশ তখন শতরানেই আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। সেখান থেকে দলকে টেনে তোলেন এ দুই উইকেটরক্ষক-ব্যাটার।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২৪ রানের জুটি গড়ে অপরাজিত আছেন মুশফিক ও লিটন। দেশের ক্রিকেটে এটা ১৩তম দুইশত রানের জুটি। ষষ্ঠ উইকেটে প্রথম। এ সময়ে দলের সংগ্রহ ৫ উইকেটে ২৪৮ রান।

তবে সবমিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিটি পঞ্চম উইকেটে। সে জুটিতেও ছিলেন মুশফিক। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সঙ্গে সাকিব আল হাসানের জুটিতে আসে ৩৫৯ রান। সেবার এ দুই ব্যাটারই করেছিলেন দেড় শতাধিক রান।

এদিন অবশ্য দুই ব্যাটারই করেছেন সেঞ্চুরি। প্রথমে সেঞ্চুরি তুলে নেন লিটন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৭ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি। ২০০ বলে ১৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেছেন তিনি। এরপর সেঞ্চুরি তুলে নেন মুশফিকও। ১০০ রানে অপরাজিত আছেন তিনি। ২১৭ বলে ১১টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

Comments

The Daily Star  | English

'Extremism raising its head in Bangladesh'

Threat endangers the country’s very existence, Mirza Fakhrul says

27m ago