ফ্রান্সে মুক্তি পাচ্ছে ‘শান’

সিয়াম আহমেদ ও পূজা চেরি। ছবি: সংগৃহীত

ফ্রান্সে মুক্তি পাচ্ছে বাংলাদেশি সিনেমা 'শান'। আগামী ২৭ মে প্যারিসের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে এই সিনেমাটি দেখানো হবে।

ফ্রান্সে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট। প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে সেখানে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে সিনেমার প্রযোজনা সংস্থা ফিলম্যান প্রডাকশন।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

'শান' সিনেমার কাহিনি লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

আজাদ খান বলেন, 'শানের মতো পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে সিনেমাটি নির্মাণ করতে চেয়েছিলাম, সেই ভাবনাকেও হার মানিয়েছে। মুক্তির পর দর্শকদের সাড়া পেয়েছি সিনেমা নিয়ে। এটা আমাদের পরবর্তী সিনেমা নির্মাণে আগ্রহী করেছে। এবার "শান" ফ্রান্সে মুক্তি পাচ্ছে।'

সিয়াম আহমেদ বলেন, 'শান এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে। ভালো লাগছে সেখানকার প্রবাসী ভাই-বোনরা আলোচিত সিনেমাটি এবার দেখতে পাবেন। সেখানকার সিনেমা হলে সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।'

Comments

The Daily Star  | English

Govt bans AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

11m ago