র‍্যাঙ্কিংয়ে আগালেন লিটন-মুশফিক-তামিম

ছবি: দ্য ডেইলি স্টার

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। দারুণ ব্যাটিং করেছিলেন লিটন কুমার দাসও। আর তার পুরষ্কারটাও পেয়েছেন তারা। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন। মুশফিক এগিয়েছেন চার ধাপ। তবে বড় লাফটা দিয়েছেন তামিম। আট ধাপ এগিয়েছেন এ ওপেনার।

আইসিসির সদ্য ঘোষিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে অবস্থান করছেন লিটন। চট্টগ্রামে ৮৮ রানের ইনিংস খেলায় তার অবস্থান এখন ১৭তম স্থানে। গত মার্চেই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং ১২তম স্থানে উঠে গিয়েছিলেন তিনি। মাঝে আট ধাপ পিছিয়ে পড়েছিলেন। তবে ঢাকা টেস্টে সেঞ্চুরি পেয়েছেন এ ব্যাটার। নিঃসন্দেহে আইসিসির পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য।  

মুশফিক বর্তমানে আছেন ২৫তম স্থানে। ৬১৭ রেটিং পয়েন্ট তার। বড় লাফে তার খুব কাছে চলে এসেছেন তামিম। ৬০৯ রেটিং পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন এ ওপেনার। তবে লিটনের মতো ঢাকা টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকও। তাই পরবর্তী র‍্যাঙ্কিং ঘোষণায় বড় দিতে পারেন তিনি।

এদিকে তামিমের মতো বড় লাফ দিয়েছেন তরুণ মাহমুদুল হাসান জয়ও। নয় ধাপ এগিয়ে ৮৩তম স্থানে এসেছেন এ ওপেনার।

বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন স্পিনার নাঈম হাসান। চট্টগ্রামে প্রথম ইনিংসে ছয় উইকেট পেয়েছিলেন তিনি। এক ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। ৫৭০ রেটিং পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে আছেন তিনি। ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে যাওয়ায় এক ধাপ পিছিয়ে ৩৫তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ পিছিয়েছেন ইবাদত হোসেন। আগের মতোই ২২তম স্থানে আছেন তাইজুল ইসলাম।

এগিয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজও। ১৯৯ রানের ইনিংসে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১তম স্থানে। কুশল মেন্ডিস চার ধাপ উপরে উঠে ৪৯তম এবং দিনেশ চান্দিমাল ছয় ধাপ উপরে উঠে ৫৩তম স্থানে আছেন। বোলারদের মধ্যে কাসুন রাজিথা চার উইকেট নেওয়ার ১৪ ধাপ এগিয়ে ৬১তম স্থানে চলে এসেছেন।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in foreign direct investment (FDI) in the fiscal year (FY) 2024-25, with net inflows reaching $1.71 billion.

1h ago