টম ক্রুজের টানে প্রেক্ষাগৃহে রিয়াজ

বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক রিয়াজ হলিউড তারকা টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ সিনেমা দেখতে মহাখালী স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন।
রিয়াজ। স্টার ফাইল ফটো

বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক রিয়াজ হলিউড তারকা টম ক্রুজ অভিনীত 'টপ গান' সিনেমা দেখতে মহাখালী স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন।

১৯৮৬ সালে টম ক্রুজ অভিনীত 'টপ গান' সিনেমাটি মুক্তি পায়। তখন রিয়াজ কর্মরত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে।

সিনেমাটি দেখে  রিয়াজের মনে ইচ্ছা জাগে নায়ক হওয়ার। এরপর ১৯৯৫ সালে 'বাংলার নায়ক' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের।

রিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'টম ক্রুজের "টপ গান" সিনেমাটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। পাইলটরা যেভাবে হাঁটে, কল দেয়—সব টেকনিক অ্যাডাপ্ট করেছিলেন টম। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। মনে হয়েছিল, অভিনয় পেশা তো পাইলটের চেয়েও মজার!'

তিনি আরও বলেন, 'সত্যি বলতে, টম ক্রুজের সেই সিনেমা দেখে আমার অভিনয়ের ইচ্ছা জাগে। আমার নায়ক হওয়ার পেছনে এই সুপারস্টার একটি কারণ।'

৩৬ বছর পর মুক্তি পেয়েছে টম ক্রুজ অভিনীত 'টপ গান' সিনেমার সিক্যুয়েল 'টপ গান: ম্যাভেরিক'। এটি পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি।

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

1h ago