১৫ হাজার ফুট উঁচুতে বিমানের ফ্লাইটে ‘কবুল’

ছবি: ইউটিউব থেকে নেওয়া স্ক্রিনশট

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বিয়ে করেছেন এক জুটি। গত রোববার তারা মাঝ আকাশে 'কবুল' বলেন।

'বাংলাদেশ এভিয়েশন হাব' এর ফেসবুক পেজে ব্যতিক্রমী এই বিয়ের কথা জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, ঢাকা থেকে সিলেটগামী বিজি৬০৩ ফ্লাইটে এই বিয়ের অনুষ্ঠান হয়। ঠিক ১৫ হাজার ফিট উচ্চতায় খাইরুল হাসান ও সাওদা বিনতে সানজিদা কবুল বলে গাঁটছড়া বাঁধেন।

এই জুটি তাদের স্বপ্ন বাস্তবায়নে এক মাস ধরে প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিতে হয়েছে। সবকিছু ঠিক করেই দুই পক্ষের ১৬ জন অতিথি ও কাজিকে নিয়ে তারা স্বপ্ন বাস্তবায়ন করেছেন।

মালাবদলের পর ফ্লাইটের অন্যান্য যাত্রীরা নবদম্পতির সঙ্গে ছবি তুলে আনন্দ ভাগাভাগি করেন।

দেশের আকাশে এটাই প্রথম বিয়ে নয়। এর আগেও এক জুটি এভাবে বিয়ে করেছিলেন। তবে, কাকতালীয় ব্যাপার হলো, দুটি বিয়েই হয়েছে ড্যাশ-৮ উড়োজাহাজে।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

10m ago