মিশরের উড়োজাহাজ ভাড়ায় ১২০০ কোটি টাকা ক্ষতি, বলাকায় দুদক

মিশর থেকে দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ভাড়ায় ১ হাজার ২০০ কোটি টাকা লোকসানের ঘটনায় অনিয়মের খোঁজে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদর দপ্তর বলাকায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল।

বিমানের সূত্রগুলো জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে দুদকের উপ পরিচালক সালাহ উদ্দিনের নেতৃত্বে দুদকের একটি দল কুর্মিটোলায় বলাকার বিভিন্ন দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

দুদক কর্মকর্তা সালাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, চলমান তদন্তের অংশ হিসেবে আজ আমরা বিমানের কার্যালয়ে গিয়েছিলাম। আমরা সেখান থেকে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছি।

দুদকের এই কর্মকর্তা জানান, সংগ্রহ করা নথিপত্র এখন তারা যাচাইবাছাই করবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পর মিশর থেকে দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ভাড়ায় আনার প্রক্রিয়া নিয়ে তদন্তে নামে দুদক। বিমানের স্বার্থ পরিপন্থী শর্তে পাঁচ বছরের জন্য ভাড়া নেওয়া এই উড়োজাহাজগুলো ইঞ্জিনের ত্রুটির কারণে ২০১৭ সাল থেকে বসিয়ে রাখা হয়। এতে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির ১ হাজার ২০০ কোটি টাকা লোকসান হয়।

২০১৯ সালে এই দুই উড়োজাহাজ ভাড়া থেকে মুক্তি পায় বিমান। বিমান পরিবহন মন্ত্রণালয় থেকেও তখন ঘটনাটি তদন্ত করা হয়।

বিমান সূত্রগুলো জানায়, পুরোনো উড়োজাহাজ ভাড়ার পেছনে যে অর্থ খরচ হয়েছে তা নতুন উড়োজাহাজের দামের চেয়েও বেশি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তাফা কামাল বলেন যে তারা দুদককে সর্বোচ্চ সহযোগিতা করবেন যেন তারা নির্বিঘ্নে তদন্ত চালাতে পারেন।

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

12h ago