বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মিরপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। উত্তেজিত শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এবং শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিজিবির একটি বাস ভাঙচুর করা হয়েছে। ছবি: শাহীন মোল্লা

শনিবার দুপুর আড়াইটায় পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নাম্বার গোলচত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নাম্বারের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট), পল্লবী, ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কাফরুল থানার ইনসপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। দুপুরে লাঞ্চের পর আরও কিছু পোশাক কারখানার বেতন বৃদ্ধির দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন।

দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি: শাহীন মোল্লা

শ্রমিকদের দাবি, নিত্যপণ্যের দাম অনেকে বেড়েছে তাই তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আমাদের দাবি আমাদের বেতন বৃদ্ধি করা হোক।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে বিজিবির একটি বাস ভাঙচুর করা হয়েছে। ২টি মোটরসাইকেলে আগুন লাগানো হয়েছে। পরে পুলিশ এসে উত্তেজিত শ্রমিকদের থামানোর চেষ্টা করে। কিন্তু, শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago