টি-টোয়েন্টি নিয়ে আবারও ধোঁয়াশা রেখে দিলেন তামিম

Tamim Iqbal
তামিম ইকবাল। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন নাকি নেননি এই ধোঁয়াশা আর দূর হলো না। লম্বা সময় এই সংস্করণে না খেলা তামিম গত জানুয়ারি মাসে ঘটা করে টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতিতে যান। সেই ছয় মাসও শেষ হওয়ার পথে। এবার তার চিন্তা কি জানতে চাইলে তিনি আরও ধোঁয়াশাপূর্ণ উত্তর দিলেন তিনি। এমনকি অভিযোগের সুরে বললেন,  আমাকে তো বলার সুযোগই দেয়া হয় না।

২০২০ সালের মার্চের পর তামিম আর টি-টোয়েন্টি খেলেন না। চোট, বিশ্রাম, ছুটি নানা কারণে লম্বা হয়েছে তার বিরতি। প্রস্তুতি না থাকায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেই সরে যান। এই সময় তার টি-টোয়েন্টির ব্যাটিংয়ের ধরণ নিয়েও আলোচনা চলছিল।

বিশ্বকাপের পরও আর ফেরেননি তামিম। এই সংস্করণে তার ফেরা- না ফেরা নিয়ে আলোচনার মাঝে গত জানুয়ারিতে দেন ঘোষণা। বিপিএল চলাকালীন চট্টগ্রামে ঘটা করে সংবাদ সম্মেলনে জানান, আগামী ছয় মাস টি-টোয়েন্টি নিয়ে ভাববেন না তিনি, এই ছয় মাসে অন্য কেউ এতই ভাল খেলবে যে তার আর দরকার হবে না।

ছয় মাস শেষ হয়ে যাওয়ার প্রাক্কালে আলাপটি আবার উঠেছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস একাধিকবার অবশ্য জানিয়েছেন তামিমের টি-টোয়েন্টিতে ফেরা কঠিন। কিন্তু তামিম নিজে কি ভাবছেন?

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হলে অস্পষ্ট উত্তর দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, 'টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার… আমাকে তো বলার সুযোগই দেয়া হয় না। হয় আপনারা বলে দেন নয়তো অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এতদিন আমি ক্রিকেট খেলি, এতোটুকু আমি ডিজার্ভ করি কি চিন্তা করি না করি আমার মুখ থেকে শোনা। হয় আপনারা একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় আমার এখানে বলার নেই আর।'

টি-টোয়েন্টি নিয়ে প্রশ্ন করা হলে তামিম প্রতিবারই রহস্যাবৃত থেকেছেন। তার মুখ থেকে শোনার চেষ্টা করেও পাওয়া যায়নি পরিষ্কার কোন ধারণা।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago