সাকিবকে লম্বা সময় দিতে হবে: তামিম

Shakib Al Hasan & Tamim Iqbal
ফাইল ছবি: বিসিবি

মুমিনুল হক দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক করা হলেও মেয়াদ ঠিক করেনি বিসিবি। এমনকি সাকিব এই দায়িত্বে কতদিন থাকবেন সেটা বলাও 'মুশকিল' বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিব অধিনায়ক থাকছেন 'পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।' তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে সাকিবকে নির্দিষ্ট করে লম্বা সময় দেওয়া হোক।

সাকিব প্রথমবার যখন নেতৃত্ব পান, তখন তার ডেপুটি ছিলেন তামিম। শৃঙ্খলাভঙ্গের কারণে একসঙ্গেই দুজনকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বোর্ড। সাকিব পরে ২০১৮ সালে আবার পান অধিনায়কত্ব। কিন্তু এক বছর পর জুয়াড়ির তথ্য গোপন করে হন নিষিদ্ধ।

রান খরায় থাকা মুমিনুল ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নেতৃত্ব ছেড়ে দিলে বিসিবি আবার বেছে নেয় সাকিবকে। তৃতীয় দফায় সাকিবের অধীনে তাই টেস্ট খেলতে যাচ্ছেন তামিম। বাংলাদেশের সফলতম তারকার নেতৃত্বের ধরণ ভালোই জানা ওয়ানডে অধিনায়কের, 'আমি ওর অধিনায়কত্বে দুবার খেলেছি। যখন ২০১১ সালের আগে হয়েছিল, আবার মাঝখানে শেষবার যখন ছিল। আমরা সবাই জানি তার খুব ভাল ক্রিকেটীয় মেধা আছে। '

টেস্টের মতো ওয়ানডে, টি-টোয়েন্টিতেও নেতৃত্বের কোন সময় বেধে দেয়নি বিসিবি। তবে নানান সময়ে আলোচনায় তামিমকে দীর্ঘ মেয়াদে অধিনায়ক করার কথা বলে আসছিলেন বিসিবির কর্তারা। তামিমও ২০২৩ বিশ্বকাপের ছক তৈরি করছেন। বোর্ড সভাপতি যদিও জানিয়েছেন, তামিমেরও নেতৃত্বের নির্দিষ্ট কোন মেয়াদ নেই।

রোববার এক অনুষ্ঠানে এই তারকা জানান, অধিনায়ককে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে তিনি,  'টেস্ট দলের নেতৃত্ব দেয়া সহজ না। এই একটা সংস্করণে আমাদের ফলাফলটা খুব বেশি আমাদের পক্ষে আসে না। আমি যখন অধিনায়ক হয়েছি বলেছি যে আমাকে পর্যাপ্ত সময় দিতে হবে। একই কথা সাকিবের বেলায়। তাকেও লম্বা সময় দিতে হবে। তার নেতৃত্ব আমাদের সবার সমর্থন থাকলে দুই-তিন বছরে হয়ত আমরা ভাল দল হতে পারব।'

এবার টেস্ট অধিনায়কত্ব হওয়ার দৌড়ে নাম এসেছিল তামিমেরও। সাকিবকে বেছে নেওয়ার সিদ্ধান্তের ভালো-মন্দ নিয়ে অবশ্য তামিম কিছু বলতে চাইলেন না, 'অধিনায়কত্বের জিনিসটা যেটা বললেন এই একটা জিনিস পুরোপুরি বোর্ডে হাতে। কাকে দিবে, কাকে তারা মনে করে ঠিক করে। কতদিন থাকব এসব উনারা ঠিক করে। এতে আমাদের বলার কিছু থাকে না। আমার এখানে কোন কন্ট্রোল থাকে না বা অন্য দুজনের থাকে না।' 

সাকিবের নেতৃত্বের শুরুটা হবে ১৬ জুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে পরীক্ষায় নামবে বাংলাদেশ। সব শেষবার নেতৃত্বে ফিরেও ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন সাকিব। সেবার টেস্টে ৪৩ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। দুই টেস্টেই স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে যদিও দারুণ পারফর্ম করে তুলে নিয়েছিল জয়। তামিম চান আগেরবারের চেয়ে যেন টেস্টে এবার তারা ভাল কিছু করতে পারেন,  'গত সিরিজ ভাল ছিল তবে টেস্ট ভাল ছিল না। ওডিআই আর টি২০ দারুণ  ছিল। ওখানে টেস্ট খেলা অনেক কঠিন। কিন্তু যে পারফর্ম্যান্স আমরা গতবার দিয়েছিলাম টেস্টে আমরা অবশ্যই চাইব ভাল করতে। এরসঙ্গে  আমরা অন্য দুই ফরম্যাটেও আগের ধারাবাহিকতা রাখতে চাই।'

Comments

The Daily Star  | English

Tk 707cr spent in 9yrs, dengue still ravages Dhaka

This year, DNCC proposed Tk 135 crore budget and DSCC Tk 46.50 crore for mosquito-control activities.

11h ago