বার্সা কীভাবে লেভানদোভস্কিকে কিনতে পারে, প্রশ্ন গার্দিওলার

আর্থিক দুর্দশায় লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড়কে ছেড়ে দিতে হয়েছে মুফতে। উচ্চ বেতনভোগী অনেক খেলোয়াড় এখনও রয়েছে দলটি। আবার দলে রয়েছে অপ্রয়োজনীয় অনেক খেলোয়াড়ও। এরমধ্যেই বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কিকে কিনতে চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। এমনকি এ ডিলের খুব কাছাকাছি চলে এসেছে তারা। তবে দলটির সাবেক কোচ পেপ গার্দিওলার বার্সেলোনার এমন কর্মকাণ্ডে বিস্মিত।

মূলত লেভানদোভস্কিকে কিনতে বার্সেলোনা টাকা পাচ্ছে কোথায় সে প্রশ্নই তুলেছেন গার্দিওলা। যদিও বার্সার জন্য এ পোলিশ তারকাই সেরা সাইনিং হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে সাবেক কোচের এমন প্রশ্নে কিছুটা অবাক হয়েছে অনেক ফুটবল ভক্তরাই।

'আমার কোন ধারণা নেই, সত্যি বলতে, কিন্তু সে কি ভালো ফিট হতে পারবে? আমরা লেভানদোভস্কির কথা বলছি। সে যে কোনো জায়গায় পুরোপুরি মানিয়ে নিতে পারবে। কিন্তু আমি জানি না বার্সেলোনা তাদের আর্থিক অবস্থার কারণে তাকে কীভাবে স্বাক্ষর করাতে পারবে বা বায়ার্ন (মিউনিখ) তাকে ছেড়ে দেবে কিনা,' লেভানদোভস্কিকে বার্সেলোনার দলের টানা চেষ্টা প্রসঙ্গে এমনটাই বলেন ক্লাবটির সাবেক কোচ।

নতুন মৌসুমে বার্সায় যোগ দেওয়ার জন্য অনেকটা মরিয়া হয়ে উঠেছেন লেভানদোভস্কি। বায়ার্নে আর থাকছেন না তা অনেকটাই নিশ্চিত। আগের দিনও বাভারিয়ানদের নিয়ে অনেক কথাই বলেছেন তিনি। তাতে এটা স্পষ্ট যে এ ক্লাব থেকে মন উঠে গেছে তার। আর এ সুযোগটা ভালোভাবেই নেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা। তবে লেভার জন্য ৩৪ মিলিয়ন ইউরো চাইছে বায়ার্ন। তার মূল্য কমানোর চেষ্টা চালাচ্ছে কাতালানরা।

তবে লেভা 'ওয়েবস্টার রুলিং' চালু করলেই ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে পেতে পারে বার্সা। ফিফার নিয়মকানুনের ১৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে, কোনো ফুটবলার যদি ২৮ বছর বয়সের আগে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেন, তাহলে ওই চুক্তির তিন বছর পর সংশ্লিষ্ট ক্লাবকে ক্ষতিপূরণ দিয়ে তিনি চুক্তি থেকে বেরিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে বিপাকে পরে যাবে বায়ার্ন। তবে এমন কিছুর আগে দুই পক্ষ থেকে সহজ সমাধান প্রত্যাশা করছেন এ পোলিশ তারকা।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

54m ago