অপরাধ ও বিচার

টিপু-প্রীতি হত্যা: ওমান থেকে ফিরিয়ে আনা হলো ‘মূল সন্দেহভাজন’ মুসাকে

মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলার প্রধান আসামি সুমন সিকদার মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশের পথে মুসা। ছবি: সংগৃহীত

মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যা মামলার প্রধান আসামি সুমন সিকদার মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল বুধবার রাতে ওমান থেকে বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের একটি দল তাকে নিয়ে ঢাকায় রওনা হয়।

এর আগে ওমানের সিআইডি বাংলাদেশ পুলিশ দলের কাছে মুসাকে হস্তান্তর করে।

ওমান সূত্রে জানা যায়, সুমন সিকদার মুসা গত ৭ মে দুবাই থেকে ওমানে যান এবং ১১ মে ওমান থেকে দুবাই যাওয়ার পথে হাততা বর্ডারে ইমিগ্রেশন করার সময় গ্রেপ্তার হন।

মুসার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

রাজধানীর শাহজাহানপুরের আমতলা জামে মসজিদের কাছে গত ২৪ মার্চ দিবাগত রাত সোয়া ১০টার দিকে টিপুকে গুলি করে হত্যা করা হয়। তিনি নিজের মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। গাড়িটি যানজটে পড়ার পর একটি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরা এক যুবক টিপুকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় এলোপাতাড়ি গুলিতে নিহত হন কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি।

 

Comments

The Daily Star  | English

Where lives get 're-rolled' into misery

Workers compelled to work in unsafe conditions with low wages

16m ago