বিশ্বকাপে কাতারে যাওয়ার অনুমতি পেল ইসরায়েলিরা

কূটনৈতিক কোনো সম্পর্ক নেই দুই দেশের মধ্যে। কিন্তু তারপরও কাতারে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়ার সুযোগ পাচ্ছেন ইসরায়েলি সমর্থকরা। নভেম্বরের শেষের দিকে ২০২২ ফিফা বিশ্বকাপ দেখার জন্য ইসরায়েলিরা কাতারে যেতে সক্ষম হবে হবে বলে জানানো হয়েছে দেশটির মন্ত্রী পরিষদ থেকে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাতার বিশ্বকাপে যাওয়ার অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড, প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এবং সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী হিলি ট্রপার।
বর্তমানে ইসরায়েলি পাসপোর্টধারীদের ভিসা অনুমোদন করে না কাতার। কাতারে যেতে ইসরায়েলিদের বিদেশী পাসপোর্ট ব্যবহার করতে হয়। এই প্রথম কাতার সফররত ইসরায়েলিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
মূলত ফিফার হস্তক্ষেপেই নিজেদের নিয়ম শিথিল করতে বাধ্য হয়েছে কাতার। আগের দিন ফিফার সঙ্গে এ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল। তবে যে সকল ইসরায়েলি ভক্তরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই প্রতিযোগিতার একটি টিকিট কিনতে হবে এবং তারপরে একটি ফ্যান আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এরপর একবার অনুমোদিত হলে টিকিটধারীদের কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আর সে অনুমোদন পেলে একই সঙ্গে কাতারে হোটেল বুক করার অনুমতি মিলবে ইসরায়েলিদের। বিশ্বকাপের জন্য ইসরায়েল এবং কাতার দুটি দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করার জন্যও কাজ করছে বলেও জানিয়েছে তারা।
হিব্রু ভাষার টুইটার পোস্টে প্রতিরক্ষামন্ত্রী গ্যান্টজ বলেছেন 'কাতার আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। যেটি আমাদের অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতেও অবদান রাখে এবং আমি এ গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানাই।'
টুইটার পোস্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাপিডও। এই পদক্ষেপটিকে বড় অর্জন জানিয়ে লিখেছেন, 'এটি একটি রাজনৈতিক অর্জন যা ভক্তদের হৃদয়কে পূর্ণ করবে।'
উল্লেখ্য, গত মাসে করা ইসরায়েলী সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের প্রতিবেদন অনুযায়ী, এরমধ্যেই প্রায় ১৫ থেকে ৩০ হাজার ইসরায়েলি ২১ নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত ফিফা বিশ্বকাপের টিকিট কিনেছেন।
Comments