ফরাসি লিগ ওয়ানে খেলা সহজ নয়, দাবি ভেরাত্তির

ছবি: এএফপি

ফরাসি লিগ ওয়ানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দুকেরা ডেকে থাকেন 'ফারমার্স লিগ'। মূলত ইউরোপের অন্যান্য শীর্ষ ফুটবল লিগ, যেমন- ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ, স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগার তুলনায় এখানে প্রতিদ্বন্দ্বিতা কম বলেই এমন ব্যঙ্গাত্মক নামকরণ। তবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির তারকা মার্কো ভেরাত্তি সেটা মানতে নারাজ। এই ইতালিয়ান মিডফিল্ডারের মতে, ফরাসি লিগ ওয়ানে জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাদের।

গত বছর শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে নতুন ঠিকানায় প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেননি তিনি। অনেক সময়ই ভুগতে দেখা গেছে মেসিকে। লিগ ওয়ানে ২৬ ম্যাচ খেলে সতীর্থদের দিয়ে ১৫ গোল করালেও নিজে মাত্র ৬ গোল করেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড। তার এমন অনুজ্জ্বল পারফরম্যান্সের পেছনের অন্যতম কারণই যেন প্রতিধ্বনিত হয়েছে ভেরাত্তির কথায়।

২০১১ সালে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের মালিকানায় যাওয়ার পর থেকে লিগ ওয়ানে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে পিএসজি। সবশেষ ১০ মৌসুমের ৮টিতেই তারা জিতেছে শিরোপা। অর্থের অভাব না থাকায় এবং তারকায় ঠাসা স্কোয়াড হওয়ায় বাকি ক্লাবগুলোর চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে তারা। গত ২০২১-২২ মৌসুমে ৮৬ পয়েন্ট নিয়ে পিএসজি লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্সেইয়ের অর্জন ছিল ৭১ পয়েন্ট। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গত মৌসুমে যা সবচেয়ে বড় ব্যবধানে শিরোপা জেতার নজির।

পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভেরাত্তি অবশ্য দাবি করেছেন, লিগ ওয়ানে খেলা মোটেও সহজ নয়, 'অনেক সময় বাইরে থেকে লোকেরা মনে করে যে এই লিগ সবসময়ই সহজ, এই লিগ খুবই সাধারণ এবং এখানে খেলা শুরু হওয়ার আগেই জিতে যাওয়া যায়। কিন্তু আসলে তেমন কিছু নয়। আমাদের জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হয়।'

কেবল এক দশকের দাপটে ইতোমধ্যে যৌথভাবে লিগ ওয়ানের সফলতম ক্লাবে পরিণত হয়েছে পিএসজি। তাদের শিরোপা মোট ১০টি। সমানসংখ্যকবার চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট এতিয়েনও। ৯টি শিরোপা নিয়ে তাদের পরেই অবস্থান করছে মার্সেই। তবে সমালোচকদের মতে, যেহেতু নামে-ভারে বাকিরা অনেক পিছিয়ে, সেহেতু লিগ ওয়ানে প্যারিসিয়ানদের প্রাধান্য দেখানো একরকম অনুমিতই। এর মধ্যে নেই বাড়তি কোনো কৃতিত্ব।

নিন্দুকদের প্রতি পাল্টা তোপ দেগে ভেরাত্তি বলেছেন, 'লিগে আমরা যে সাফল্য অর্জন করেছি, যদি আপনি সেটার প্রশংসা করতে না পারেন, তাহলে আপনি মূলত কোনো কিছুরই প্রশংসা করতে পারেন না।'

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

8h ago