বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসাবশেষের নিচ থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। ফলে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে।
ছবি: এফএম মিজানুর রহমান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ধ্বংসাবশেষের নিচ থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। ফলে, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে।

উদ্ধার দেহাবশেষের ডিএনএ নমুনা নেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ১২টার দিকে পুলিশ ও সিআইডির একটি টিম ডিপোর ভেতরে কাজ করার সময় এগুলো উদ্ধার করে।'

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, 'দুর্ঘটনাস্থলের পূর্ব দিকের কাছে মানুষের হাত ও পায়ের আঙ্গুলের অংশ বিশেষ পাওয়া গেছে।'

ডিপোতে সার্বক্ষণিক একদল পুলিশ মোতায়েন করা আছে বলেও জানান তিনি।

গত ৪ জুন চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তকারীরা জানিয়েছেন, কইটেইনার ডিপোতে হাইড্রোজেন-পার-অক্সাইড রাখা অন্তত ২৭টি কনটেইনার ছিল। ফলে, ভয়াবহ বিস্ফোরণে ১০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ ৪৮ জন নিহত হন। এ পর্যন্ত ২৯ জনের মরদেহের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments