ডেঙ্গু নিয়ন্ত্রণে কাল থেকে ডিএসসিসির ১০ অঞ্চলে অভিযান

ডেঙ্গু জ্বরের বিস্তার ঠেকাতে আগামীকাল বুধবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ অঞ্চলের সবগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে আগামী ৪ মাস ধরে এই অভিযান চলবে।
স্টার ফাইল ছবি

ডেঙ্গু জ্বরের বিস্তার ঠেকাতে আগামীকাল বুধবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ অঞ্চলের সবগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে আগামী ৪ মাস ধরে এই অভিযান চলবে।

আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত পাক্ষিক পর্যালোচনা সভায় ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এই নির্দেশনার কথা জানান।

সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মেয়র বলেন, 'ঢাকাবাসীর মধ্যে একটি বড় অংশ নিজ থেকেই সচেতন। তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্বপ্রণোদিতভাবেই কাজ করেন। কিন্তু একটি উল্লেখযোগ্য অংশ সচেতন নয়। তাদেরকে আমরা যতই উদ্বুদ্ধ করার চেষ্টা করি না কেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। সেজন্যই ডেঙ্গুর বিস্তার রোধে আমরা আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করব।'

ডেঙ্গু নিয়ন্ত্রণকে এখন মুখ্য কাজ উল্লেখ করে মেয়র বলেন, 'অলি-গলি থেকে শুরু করে পরিচর্যা না করা ছাদবাগানেও আমাদের নজর দিতে হবে। এ ধরনের ছাদবাগানে কোনোরকম নমনীয়তা প্রদর্শন করা যাবে না। তাছাড়া কোনো স্থাপনায় মশার প্রজননস্থল থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলে যেকোনো উপায়ে সেখানে প্রবেশের অনুমতি নিতে হবে এবং প্রজননস্থল ধ্বংস করতে হবে।'

Comments

The Daily Star  | English

Sea-level rise in Bangladesh: Faster than global average

Bangladesh is experiencing a faster sea-level rise than the global average of 3.42mm a year, which will impact food production and livelihoods even more than previously thought, government studies have found.

8h ago