স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

স্ত্রীকে হত্যার পর থানায় এসে নিজেকে সোপর্দ করেছেন স্বামী।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া মডেল পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার আকস্মিকতায় পুলিশ প্রথমে কিংকর্তব্যবিমুঢ় হলেও লোকটি যখন তাদেরকে সঙ্গে নিয়ে স্ত্রীর মরদেহ উদ্ধারে যেতে বলেন তখন পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।

নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে স্বামী রনি হোসেন (৪২) ও তার মাকে কলেজ মোড় এলাকায় রাজু আহম্মেদ সড়কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

নিহত রত্না খাতুন (৩৫) কুষ্টিয়ার মিরপুর উপজেলার চারমাইল এলাকার নাজিম উদ্দীনের মেয়ে। রনি হোসেন কুষ্টিয়া সদরের বটতৈল গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক। তাদের ২ সন্তান রয়েছে।

পুলিশ রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যক্তি থানায় আসেন। থানার মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করেন। এক পর্যায়ে কর্তব্যরত এক কনস্টেবলকে জানান যে তিনি তার স্ত্রীকে হত্যা করে থানায় এসেছেন। তাকে নিয়ে মরদেহ উদ্ধারে যেতে বলেন।'

ওই কনস্টেবল রনিকে নিশিকান্ত সরকারের কাছে নিয়ে যান। সে সময় রনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানান।

দ্রুত পুলিশ তাকে নিয়ে একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় গিয়ে বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আজিম মৃধা জানিয়েছেন, ২০০৭ সালে পারিবারিকভাবে রনির সঙ্গে রত্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কলহ ছিল। রনি মাঝে-মধ্যেই তার মেয়ের ওপর অত্যাচার করতো। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে রত্না সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে আসত।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম জানান, রনি তার স্ত্রীকে বাথরুমে নিয়ে হত্যা করেন। হত্যার পর সে তার মাকে জানান। তার মা তাকে ঘটনা পুলিশে জানাতে বলেন। এরপর রনি পুলিশের কাছে যান।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম আজ বৃহস্পতিবার সকালে ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। রনি ও তার মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রনি ও তার মাকে আসামি করে নিহতের বাবা আজিজ মৃধা হত্যা মামলা দায়ের করেছেন।'

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

32m ago