জয়ের আশা ছাড়েনি বাংলাদেশ

ছবি: এএফপি

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ১১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫০ রান তুলতে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের উইকেট খুইয়ে ফেলেছে তারা। এই অবস্থান থেকে জয় ছিনিয়ে আনা পরিস্থিতির বিচারে ভীষণ কঠিন কাজ। তবে ডানহাতি টাইগার পেসার সৈয়দ খালেদ আহমেদের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সেই হতাশা থেকে ঘুরে দাঁড়িয়ে শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে থামায় তারা। দলকে আশার খোঁজ দিয়ে অফ স্পিনার মিরাজ নেন ৪ উইকেট। ২ উইকেট করে দখল করেন দুই পেসার খালেদ ও ইবাদত হোসেন। তবে ফের ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৫ রানের মধ্যে বিদায় নেন তামিম ও মিরাজ। তারপরও জয়ের স্বপ্ন দেখা ছাড়ছে না সফরকারীরা।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বোলারদের বেঁধে দিয়েছিলেন একটি লক্ষ্য। সেই লক্ষ্য পুরোপুরি পূরণ করতে না পারলেও বেশ কাছাকাছি গেছেন তারা। তাতে এই টেস্টে নিজেদের দিকে ফল আনার ক্ষীণ সম্ভাবনা টিকে আছে টাইগারদের। দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে খালেদ বলেন, 'উনি বলেছেন, আরও কম রানে ওদের অলআউট করতে। আমরা চেষ্টা করেছি। ১০-২০ রান বেশি হয়ে গেছে।'

অ্যান্টিগার উইকেটে প্রথম দিনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তবে খালেদের মতে, উইকেট কেবল বোলারদের জন্যই সহায়ক এমন নয়, 'উইকেট বেশ ভালো। বোলারদের জন্য অতটাও সাহায্য নাই। আমাদের ব্যাটাররা ইনশাল্লাহ ভালো খেলবে।'

বোলাররা তাদের কাজটা দারুণভাবে করেছেন। ৪১ রানের মধ্যে শেষ ৬ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের থামিয়েছেন তিনশর অনেক আগে। উইকেটের স্বাদ মিলেছে সাকিব আর মোস্তাফিজুর রহমানেরও। এবার খালেদের চাওয়া, বাংলাদেশের ব্যাটাররা যাতে দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে বড় স্কোর গড়ে জয়ের পথ তৈরি করে দেন, 'আমরা তো খেলব জেতার জন্য। চেষ্টা থাকবে, ব্যাটাররা যাতে বড় স্কোর গড়ে, খেলাটা যাতে পাঁচ দিনে গিয়ে শেষ হয়।'

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে একেবারে নির্বিষ ছিলেন খালেদ। তবে চলমান টেস্টের প্রথম ইনিংসে নজর কাড়েন তিনি। ক্যারিবিয়ানদের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জারমেইন ব্ল্যাকউড হন তার শিকার। নিজের পারফরম্যান্স নিয়ে খালেদের মূল্যায়ন, 'চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার। যেহেতু শেষ দুটি ম্যাচে আমি ভালো করতে পারিনি। তো চেষ্টা ছিল, এই ম্যাচে যদি সুযোগ পাই, তাহলে দক্ষিণ আফ্রিকাতে যেরকম বল করেছিলাম, সেরকম নিজেকে মেলে ধরতে পারব।'

৬০ বলে ১৮ রানে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ও ২৩ বলে ৮ রানে থাকা নাজমুল হোসেন শান্ত শুরু করবেন তৃতীয় দিনের খেলা। বাংলাদেশের ব্যাটিং লাইনআপে এরপর আছেন সাকিব, লিটন দাস, মুমিনুল হক ও নুরুল হাসান সোহান। জয়ের আশাকে বাস্তবে রূপ দিতে হলে তাদেরকে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। নইলে বোলাররা পাবেন না লড়াইয়ের জন্য প্রয়োজনীয় পুঁজি।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago