সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন আরও ২ বাংলাদেশি। তারা হলেন—মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোসাম্মৎ রামুজা বেগম (৫৪)।
হেলাল উদ্দিন মোল্লা ও রামুজা বেগম। ছবি: সংগৃহীত

হজ করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন আরও ২ বাংলাদেশি। তারা হলেন—মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও মোসাম্মৎ রামুজা বেগম (৫৪)।

তাদের মধ্যে হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে। তার পাসপোর্ট নম্বর 'ইই০৩৮৫৩৭৬'। রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। তার পাসপোর্ট নম্বর 'বিডাব্লিউ০৮৪৩৩২৮'।

গতকাল শুক্রবার তাদের মৃত্যু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।

এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৪ জন বাংলাদেশি মারা গেলেন।

এর আগে ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন মারা যান মো. জাহাঙ্গীর কবির।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank again dissolves National Bank board again

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

15m ago