ট্রান্সফার লাইভ: আলভেস-মার্সেলোকে চায় রোনালদোর ভায়াদোলিদ

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

আলভেস-মার্সেলোকে চায় রোনালদোর ভায়াদোলিদ

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করা হচ্ছে না দানি আলভেসের। ওইদিকে রিয়াল মাদ্রিদকেও বিদায় জানিয়েছেন মার্সেলো। তবে এ দুই ব্রাজিলিয়ানকে চায় স্বদেশী রোনালদো নাজারিওর ক্লাব লা লিগার ক্লাব রিয়াল ভায়াদোলিদ। এমন সংবাদই প্রকাশ করেছেন ইউওএল স্পোর্তের সাংবাদিক রাফায়েল রেইস। রোনালদো নিজে এ দুই তারকার সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি।

পিএসজিকে না বলে দিয়েছেন জিদান

জিনেদিন জিদান আগামী মৌসুমে পিএসজির কোচ হচ্ছেন না। তার প্রধান লক্ষ্য ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া। আরএমসি স্পোর্তের সংবাদ অনুযায়ী, দিদিয়ার দেশমের কাজে বাধা হয়ে দাঁড়াতে চান না জিদান। তবে যদি তিনি বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়েন সেক্ষেত্রে এ চাকুরী পাওয়ার চেষ্টা চালাবেন তিনি।

রামসিকে স্বাক্ষর করিয়েছে লিভারপুল

আবেরদিনের স্কটিশ রাইটব্যাক কেলভিন রামসিকে স্বাক্ষর করিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ব্যাক আপ হিসেবে তাকে চুক্তি করিয়েছে ক্লাবটি। তাকে পেতে সাড়ে ৭ মিলিয়ন ইউরো খরচ হয়েছে তাদের।

লুকাকুর জায়গায় স্টার্লিংকে চায় চেলসি

ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর জানিয়েছে, রহিম স্টার্লিংয়ের জন্য ম্যানচেস্টার সিটিকে প্রস্তাব দিবে চেলসি। ইংল্যান্ডের ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনও চুক্তি নবায়ন করেননি সিটিজেনদের সঙ্গে। তবে স্টার্লিংয়ের জন্য চেলসি তখনই এগোবে, যদি রোমেলু লুকাকু স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি ছেড়ে যান। বেলজিয়ান এই স্ট্রাইকার ধারে যোগ দিতে পারেন তার সাবেক ক্লাব ইন্টার মিলানে।

রাফিনহার সঙ্গে সমঝোতা হয়েছে বার্সেলোনার

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে রাফিনহার এজেন্ট ডেকোর সঙ্গে সমঝোতা হয়েছে বার্সেলোনার। পাঁচ বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার কথা। তবে রাফিনহার বর্তমান ক্লাব লিডস ইউনাইটেড ৫৫ মিলিয়ন ইউরোর কমে তাকে ছাড়তে রাজী নয়। তাকে পাওয়ার লড়াইয়ে আছে আর্সেনালও। তবে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এখনও তারা দেয়নি।

আসেনসিওকে পেতে আগ্রহী আর্সেনাল

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত জানিয়েছে, মার্কো আসেনসিওকে দলে পেতে চায় আর্সেনাল। রিয়াল মাদ্রিদের সঙ্গে এই স্প্যানিশ উইঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ বাকি আছে আর মাত্র ১২ মাস। গানারদের কোচ মিকেল আরতেতার আক্রমণভাগের আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন আসেনসিও।

জুভেন্তাসে যোগ দিতে চান না কোলিবালি

কালিদু কোলিবালির জুভেন্তাসে যোগ দেওয়ার গুঞ্জন চলছে গত কিছুদিন ধরে। দাবি করা হচ্ছে, রক্ষণভাগের কেন্দ্রে মাটাইস ডি লিখটের সঙ্গী হতে যাচ্ছেন তিনি। তবে ইতালিয়ান গণমাধ্যম ফুটবল ইতালিয়া জানিয়েছে, সেনেগালিজ এই সেন্টার-ব্যাক তুরিনের ক্লাবটিতে যেতে চান না। নাপোলির সঙ্গে কোলিবালির চুক্তি আছে আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত। চুক্তি নবায়নের ব্যাপারে অবশ্য এখনও স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

14h ago