নিউইয়র্ক বাংলা বইমেলার স্মারক সংকলনে লেখা আহ্বান

৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলার লোগো। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এ বছরেও আয়োজন করা হয়েছে 'নিউইয়র্ক বাংলা বইমেলা'। আগামী ২৮ থেকে ৩১ জুলাই এই মেলার ৩১তম আসর বসতে যাচ্ছে।

মেলা উপলক্ষ্যে প্রকাশিত হতে যাচ্ছে একটি স্মারক-সংকলন। বইমেলাটির শ্লোগানের সঙ্গে মিল রেখে স্মারক-সংকলনেরও শিরোনাম 'বই হোক বিশ্ববাঙালির মিলন সেতু'।

নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২২ এর আহ্বায়ক গোলাম ফারুক ভুঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মারক-সংকলনে প্রকাশের জন্য শ্লোগানকে মূলভাব হিসেবে গ্রহণ করে বিশ্বের যেকোনো লেখকের বাংলা ভাষায় লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, স্মৃতিচারণমূলক লেখা আহ্বান করা হচ্ছে।

এতে বলা হয়েছে, 'অভিবাসী লেখকদের বই-সমালোচনাকে এবারের স্মারক-সংকলনে আমরা গুরুত্ব দিয়ে প্রকাশ করতে চাই। লেখকদের প্রতি আহ্বান, অভিবাসী জীবনের প্রতিকূলতা ঠেলেও নিবিষ্ট হয়ে যেসব লেখক সাহিত্যচর্চা করে চলেছেন তাদের রচিত যেকোনো বই নিয়ে তারা যেন পর্যালোচনামূলক রচনা লেখার কথা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন। সম্পাদনা পরিষদ প্রত্যাশা করে বই নির্বাচনের সময় অভিবাসী জীবনের তাৎপর্য লক্ষ্যযোগ্য আছে এমন বইকেই যেন বেছে নেওয়া হয়। আলোচ্য বই নির্বাচনের যৌক্তিকতা, বইয়ের বিষয়বস্তু ও সংরূপগত পরিচয়, অন্যান্য গুণগত বৈশিষ্ট্য, অভিবাসী জীবনের সূত্রে বইটির গুরুত্ব ইত্যাদি প্রসঙ্গ যেন পর্যালোচনায় স্পষ্ট হয়ে ওঠে সেদিকে লক্ষ্য রেখে রচনাটি লেখার জন্য লেখকদের প্রতি সম্পাদনা পরিষদ অনুরোধ জানাচ্ছেন।'

এতে আরও বলা হয়েছে, 'সম্পাদনা পরিষদ আশা করেন, এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় একদিন সমগ্র বাংলা ভাষার সৃজন ও মননশীল সাহিত্যে অভিবাসী জীবনের গভীরতর অভিঘাতের চিহ্ন যেমন স্পষ্ট হয়ে উঠবে, তেমনি বাংলা সাহিত্যের ক্ষেত্র হয়ে উঠবে বিশ্ব মানবের জীবনধারা।'

আগামী ৩০ জুনের মধ্যে [email protected] মেইলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হিসেবে লেখা পাঠানো যাবে।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

5h ago