হাইটেক পার্কের কার্যক্রম প্রচারে ‘মাত্রা’র সঙ্গে চুক্তি সই

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কনফারেন্স রুমে চুক্তি সই অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

দেশের হাইটেক পার্ক এবং এর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং ইনোভেশন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার একটি চুক্তি সই হয়েছে।

রোববার ঢাকার শেরে-ই-বাংলা নগরে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কনফারেন্স রুমে ৩ বছর মেয়াদী এ চুক্তি সই হয়।

প্রকল্প পরিচালক আবুল ফাতাহ মো. বালিগুর রহমান ও মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এ চুক্তিতে সই করেন।

এর আওতায় কমিউনিকেশন স্ট্রাটেজি প্রণয়ন, প্রকল্পের জন্য ওয়েবসাইট তৈরি ও ওয়েবসাইটের উন্নয়নসহ বিভিন্ন ভিডিও উপকরণ যেমন ডকুমেন্টারি ভিডিও, গল্পভিত্তিক ভিডিও ক্লিপ, কল ফর অ্যাকশন ভিডিও, সাকসেস স্টোরি তৈরি এবং সেগুলো সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার ও গবেষণাভিত্তিক মিডিয়া উপকরণ তৈরি করা হবে বলে মাত্রার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মাত্রার ম্যানেজিং পার্টনার অভিনেতা আফজাল হোসেন ও প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago