দ্বিতীয় টেস্টের দলে যোগ দিচ্ছেন শরিফুল 

Shoriful Islam
ফাইল ছবি

শুরুতে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজটা খেলার কথা ছিল না বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। কিন্তু আঙুলের চোট সেরে উঠায় সেন্ট লুসিয়ায় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। দ্বিতীয় টেস্ট খেলার জন্য বিবেচিত হবেন এই পেসার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানান, দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দিতে আজ রাতেই রওয়ানা দেবেন শরিফুল। সেন্ট লুসিয়ায় গিয়েই তিনি যুক্ত হবেন স্কোয়াডে। 

২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর টি-টোয়েন্টি ও ওয়ানডে সংস্করণের দলেও আছেন শরিফুল।

একুশ বছর বয়েসি শরিফুল বাংলাদেশের হয়ে এখনো পর্যন্ত চার টেস্ট খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে চট্টগ্রাম টেস্ট খেলার সময় আঙুলে চোট পান তিনি। তার ডানহাতের আঙুলে চিড় ধরে যায়। এরপর পুনবার্সন প্রক্রিয়ায় ছিলেন তিনি। পুরোপুরি সেরে উঠে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে বোলিং করে নিজেকে প্রস্তুত করেছেন। 

শরিফুল সেরে উঠায় বাংলাদেশের পেস বিভাগের শক্তি বাড়ল। অ্যান্টিগায় প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। দল হারলেও পেসাররা নজরকাড়া পারফর্ম করেন। বিশেষ করে খালেদ আহমেদ ছিলেন বেশি ঝাঁজালো। ইবাদত হোসেনকেও রাখতে দেখা যায় ছাপ। সেই তুলনায় এতটা প্রভাব ছিল না মোস্তাফিজুর রহমানের। 

দল সূত্রের খবর দ্বিতীয় টেস্টে মোস্তাফিজের জায়গায় খেলানো হতে পারে শরিফুলকে। 
 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

37m ago