আড়াল করে নিজেকে নিয়ে আছি: মৌসুমী

মৌসুমী। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী মৌসুমী বলছেন, 'লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি।'

আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

মৌসুমী আরও লিখেছেন, 'যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।'

ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবনে গত ৪ মাস ধরে দূরত্ব তৈরি হয়েছিল। বিষয়টি ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে আসে। ওই আয়োজনে মৌসুমীকে বিরক্ত করার অভিযোগে আরেক চিত্রনায়ক জায়েদ খানকে চড় মারেন সানী।

এ ঘটনায় জায়েদের বিরুদ্ধে পিস্তল বের করে গুলি করার হুমকির অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতেও অভিযোগ করেন ওমর সানী।

তবে এরপর এক অডিওবার্তায় মৌসুমী জায়েদ খানের পক্ষ নিয়ে বলেন, 'জায়েদ আমার ছোট ভাইয়ের মতো। সে আমাকে সম্মান করে। কখনো অসম্মান করেনি।'

এর কিছুদিন পর একই টেবিলে মৌসুমীসহ পরিবারের সবার একসঙ্গে খেতে বসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ওমর সানী।

Comments

The Daily Star  | English

Pipeline ready to carry fuel from Ctg to Dhaka

Chattogram-Dhaka fuel pipeline set for inauguration after successful trial runs

12h ago