লিটনের ফিফটির পর বাংলাদেশ থামল ২৩৪ রানে

ছবি: ফিরোজ আহমেদ

দ্বিতীয় সেশনেই আচমকা ধসে পতনের দিকে যাচ্ছিল বাংলাদেশের ইনিংস। চা-বিরতির পর নেমে সেই পতন তরান্বিত হয়েছে। এর মাঝে ফিফটি তুলে কিছুটা লড়াইয়ের গল্প লিখেছেন লিটন দাস।

সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে গিয়ে ২৩৪ রান অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন।

বাংলাদেশ থামতে পারত দুশোর আগেই। দলের রান আড়াইশর কাছে নেওয়ার কৃতিত্ব আছে দুই টেল এন্ডার ইবাদত হোসেন ও শরিফুল ইসলামের। ৩৫ বলে ২১ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে অপরাজিত থেকে দৃঢ়তা দেখান ইবাদত। শরিফুল আগ্রাসী খেলে ১৭ বলে করে যান ২৬।

৬ উইকেটে ১৫৯ রান নিয়ে চা-বিরতির পর নেমেই মেহেদী হাসান মিরাজকে হারায় সফরকারীরা। কাইল মেয়ার্সের শর্ট বলে গালিতে বদলি ফিল্ডার থমাসের দারুণ ক্যাচে পরিণত হন তিনি। মিরাজের ব্যাট থেকে আসে ৯ রান।

স্বীকৃত সব ব্যাটার হারিয়ে একা হয়ে পড়া লিটন নেন মেরে খেলার পথ। দারুণ সব শটে ইবাদতকে এক পাশে রেখে স্পর্শ করে ফেলেন টেস্টে নিজের ১৪তম ফিফটি। এই ইনিংসের পথে চলতি বছর প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রানও করে ফেলেন তিনি।

ফিফটির পরই থামেন লিটন। আরেক পাশে টেল এন্ডার দেখে দ্রুত রান বাড়ানোর তাড়া ছিল তার। তা করতে গিয়ে আলজারি জোসেফের বলে মিস টাইমিং শটে তুলে দেন সহজ ক্যাচ। ৭০ বলে ৮ চারে লিটনের ব্যাট থেকে আসে ৫৩ রান।

দুশোর আগে লিটন ফেরায় দ্রুতই থামার শঙ্কায় ছিল ইনিংস। তবে অপ্রত্যাশিতভাবে কিছু রান আনেন ইবাদত-শরিফুল। নবম উইকেটে তাদের জুটিতে আসে ৩০ বলে ৩৪ রান।

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৪.২ ওভারে ১৫৯/৬ (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, এনামুল ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, ইবাদত ২১*, শরিফুল ২৬, খালেদ ১ ; রোচ ০/৫৭, সিলস ৩/৫৩, জোসেফ ৩/৫০, ফিলিপ ২/৩০, রিফার ০/৬, মেয়ার্স ২/৩৫)

Comments

The Daily Star  | English

Trump says no summit deal reached with Putin over ending war in Ukraine

The anticlimactic end to the closely watched summit was in stark contrast to the pomp and circumstance with which it began

45m ago