প্রথম সেশনে ৪ উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ

শনিবার সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। এই সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। তাতে ৭০ রানে ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা। ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে আছে ৯৭ রানে।
khaled ahmed
ছবি- সংগ্রহ

আগের দিন গড়পড়তা বল করে উইকেটের দেখা পাননি বোলাররা। এদিনও শুরুতে বাংলাদেশের বোলিং ছিল সাদামাটা। কোন উইকেট না হারিয়েই তিন অঙ্ক স্পর্শ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপরই মোড় নেয় নাটকীয়তার। ৩২ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছে সাকিব আল হাসানের দল।

শনিবার সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে দাপট দেখিয়েছে বাংলাদেশ। এই সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। তাতে ৭০ রানে ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা। ৪ উইকেটে ১৩৭ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে আছে ৯৭ রানে।

বিনা উইকেটে ৬৭ রান নিয়ে নেমে এরকম পরিস্থিতির কোন আভাস ছিল না। অনেকটা অনায়াসেই খেলছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল।

আগের দিনের মতই এদিনও শুরুতে বেশ কিছু আলগা বল দেন পেসাররা। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার নতুন দিনে থিতু হতে সময় নেননি। সচল থাকে রানের চাকা। তবে প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই মিলে উইকেটের দেখা। স্কোর বোর্ডে ঠিক ১০০ রান তোলার পর শরিফুল ইসলামের বাউন্সারে পুল করতে গিয়ে টাইমিং করতে পারেননি জন ক্যাম্পবেল। টপ এজড হয়ে ক্যাচ যায় কিপারের হাতে।

৭৯ বলে ৬ চারেন ৪৫ রানে শেষ হয় তার ইনিংস। প্রথম ঘন্টায় ওই এক উইকেট হারিয়ে ৪৪ রান যোগ করে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় ঘন্টায় বেশ ভালো বল করতে থাকেন বাংলাদেশের বোলার। অ্যারাউন্ড দ্য উইকেটে এসে বাঁহাতি রেমন্ড রেইফারকে ভুগাতে থাকেন খালেদ আহমদ। মেহেদী হাসান মিরাজ উইকেটের ভাষা বুঝে রান চেপে ধরার চেষ্টা চালান দারুণভাবে।

তবে দ্বিতীয় উইকেটে ঠিকই জুটি বাড়ছিল। ক্রেইগ ব্র্যাথওয়েট পেরিয়ে গিয়েছিলেন ফিফটি। রেইফার নেমে দ্রুত কিছু রান আনছিলেন। এই দুজনের জুটিতে ৩১ রান আসার পর মিরাজের আঘাত। তার সামান্য টার্ন করে ঢোকা বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে যান ৫১ করা ক্যারিবিয়ান কাপ্তান।

পরের ওভারেই আসে আরেক উইকেট। রেইফারকে যে ট্র্যাপ করেছিলেন খালেদ, তাতেই আসে সাফল্য। প্লেইড হন হয়ে স্টাম্প খোয়ান এই বাঁহাতি। ফেরেন ৪১ বলে ২২ করে। খালেদ তার পরের ওভারে পান আরেক উইকেট। এনক্রুমা বোনারও তার বল নামাতে গিয়ে স্টাম্পে টেনে হয়ে যান বোল্ড।

বিনা উইকেটে ১০০ থেকে ৪ উইকেটে ১৩২ রানে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। ১ রানের মধ্যে পড়ে শেষ তিন উইকেট।

ম্যাচের এখন যা পরিস্থিতি তাতে খুব ভালোভাবেই অবস্থান শক্ত করেছে বাংলাদেশ। লাঞ্চের পর এমন বল করলে লিড নেওয়ার আশাও থাকছে।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

1h ago