তারেক-জোবাইদাকে পলাতক ঘোষণা হাইকোর্টের

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করে তাদের ১৫ বছরের পুরনো রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট একইসঙ্গে এই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব মামলার বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি ঢাকার মুখ্য মহানগর হাকিমকে এই মামলার রেকর্ড আগামী ১০ দিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে বলেন।

২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ও জোবাইদা রহমান এ মামলায় পলাতক কিনা- এমন প্রশ্নে শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এজারুল হক আখন্দের বেঞ্চ আজ রোববার এই রায় দেন।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাববিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে দায়ের করা মামলা ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে তারেক ও তাঁর স্ত্রী জোবাইদা হাইকোর্টে পৃথক ৩টি রিট আবেদন করেন।

তখন হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুল শুনানির জন্য তারেক রহমানের করা ২টি রিট ও জোবাইদা রহমানের করা ১টি রিট গত ২৯ মে হাইকোর্টের কার্যতালিকায় ওঠে।

সেদিন পলাতক তারেক রহমানের পক্ষে আইনজীবী সময়ের আরজি জানাতে পারেন কি না—তা নিয়ে প্রশ্ন রাখেন দুদকের আইনজীবী। এরপর ৫ জুন তারেক রহমান ও জোবাইদা রহমান পলাতক কি না ও তাদের পক্ষে আইনজীবী লড়তে পারবেন কি না—এমন প্রশ্নে শুনানি হয়। এরপর ১২ জুন ও ১৯ জুন শুনানি হয়।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

3h ago