সারাজীবন তো টেস্টে হেরেই এসেছি: পাপন

Nazmul Hasan Papon
ফাইল ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমে টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও মহাবিপাকের মধ্যে রয়েছে তারা। ম্যাচের পরিস্থিতি বলছে, আরেকটি বাজে হারের পথেই এগোচ্ছে তারা। টাইগারদের এই দুর্দশার মাঝেও ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

২২ বছর ধরে টেস্ট খেললেও এই সংস্করণে বাংলাদেশের অবস্থা বরাবরই নাজুক। দারুণ কিছু জয় পেলেও বেশিরভাগ সময়েই ভালো পারফরম্যান্স উপহার দেওয়া এখনও সম্ভব হয়নি তাদের পক্ষে। এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেলেও পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা সফরে ও দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নাজেহাল হয় তারা। চলমান ক্যারিবিয়ান সফরেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা ঘিরে রয়েছে বাংলাদেশকে।

অতীতে নিজেদের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে টেস্টে হারানোর স্বাদ পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে জেতার আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কায় গিয়েও শেষ হাসি হাসার অভিজ্ঞতা আছে তাদের। তবে ধারাবাহিকতা স্থাপন করে প্রতিপক্ষ দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ হওয়া হয়ে ওঠেনি বাংলাদেশের। এই ম্যাচের আগে ১৩৩ টেস্টে বাংলাদেশ হেরেছে ৯৯টিতেই। 

রোববার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর গণমাধ্যমকে পাপন বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট সিরিজ হারলেও নিজেদের অবস্থান নিয়ে চিন্তিত হবেন না তিনি,  'আমরা যদি মনে করি, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টিম হেরে যায়, তাহলে আমাদের খুব খারাপ অবস্থা, সেটা কিন্তু আমি একমত না। সারাজীবন তো হেরেই এসেছি। বরং আমি বলব, প্রথম টেস্টটাতে যদি দেখি আমি, সর্বশেষ আমরা (ওয়েস্ট ইন্ডিজে) গিয়েছি ২০১৮ সালে বোধ হয়। তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। আমার কাছে অবশ্যই এটা উন্নতি।'

ফাঁকে ফাঁকে বড় দলগুলোকে হারালেও বাংলাদেশকে টেস্টে সমীহ আদায় করতে বহু দূরের পথ পাড়ি দিতে হবে বলে মত বোর্ড প্রধানের, 'আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তাই বলে যে সবগুলোতে জিতে যাব তা না। আমরা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাটিতে শক্তিশালী দলের বিপক্ষে। এটা একটা উন্নতি। বিদেশেও যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি। তাই বলে যে আমরা এখনই ভালো দল হয়ে গেছি, প্রশ্নই ওঠে না। আমাদের এখনও অনেক পথ বাকি আছে।'
 

Comments

The Daily Star  | English

High inflation, costly loans force firms to cut spending

Some manufacturers say they are now opting to reduce office utility consumption, optimise office supplies, minimise bank dependence, and find alternative funding sources.

13h ago