দৈনিক শনাক্ত ২ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৭৯ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৮৬৭ জন সেরে উঠেছেন।

গতকাল নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৮০ জন। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীর মধ্যে ১ হাজার ৮০৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।

তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। ১২ দিনের মাথায় তা দেড় হাজারের ঘরও ছাড়ায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

9h ago