আজ থেকে সিলেট-জেদ্দা হজ ফ্লাইট

সিলেট অঞ্চলের হজযাত্রীদের সুবিধার্থে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দা রুটে ডেডিকেটেড হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ মঙ্গলবার থেকে সরাসরি এই ফ্লাইটটি চালু হয়েছে বলে বিমান বাংলাদেশ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট থেকে এ বছর বিমানের প্রথম হজ ফ্লাইট বিজি-৩১৩১ আজ সকাল ১০টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর দেড়টায় জেদ্দায় পৌঁছাবে।

চলতি বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার জন হজে যাবেন। এর মধ্যে ৩০ হাজার জনই বিমানের যাত্রী। সিলেট-জেদ্দা রুটে দুটি ফ্লাইটসহ এ বছর হজের জন্য মোট ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। সিলেট থেকে পরবর্তী হজ ফ্লাইটটি আগামী ৩০ জুন জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

13m ago